ফেরার ম্যাচে ছিটকে গেলেন হেজেলউড
![চোট থেকে ফিরেই আবারও চোটে পড়লেন জশ হেজেলউড](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/a549eJ7qo84cfq1891cb7e12.webp)
ছবি: চোট থেকে ফিরেই আবারও চোটে পড়লেন জশ হেজেলউড
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন হেজেলউড। যদিও পার্থে ভারতের কাছে ২৯৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এমন হারের পর লো গ্রেড সাইড স্ট্রেইন চোটের কারণে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি। হেজেলউডের বদলি হিসেবে সেই ম্যাচে খেলেছিলেন স্কট বোল্যান্ড।
দুই ইনিংসে ৫ উইকেট নিলেও হেজেলউড সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশ থেকে বাদ পড়তে হয় ডানহাতি এই পেসারকে। যদিও অস্ট্রেলিয়ার তারকা পেসারের নতুন চোটে আবারও কপাল খুলছে বোল্যান্ডের। ব্রিসবেন টেস্টের চতুর্থদিন সকালে অনুশীলনের সময় পায়ের পেশির চোটে পড়েন হেজেলউড।
গ্যাবায় অস্ট্রেলিয়ার একাদশে হেজেলউড
১৩ ডিসেম্বর ২৪![পার্থে বিরাট কোহলির উইকেট নিয়ে জশ হেজেলউডের উদযাপন](https://cricfrenzy.com/public/storage/images/12-2024/c6D85sd56cbddbb0183568fK.webp)
ভারতের ব্যাটিংয়ের সময় একটু দেরিতে মাঠে নামলেও বল হাতে তুলে নিয়েছিলেন তিনি। ড্রিংকস ব্রেকের সময় অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ এবং ফিজিওর সাথে অনেকটা সময় কথা বলেন ডানহাতি এই পেসার। পরবর্তীতে চোট নিয়ে মাঠ ছাড়েন হেজেলউড। ফলে দিনের বাকি অংশে মাঠে পাওয়া যায়নি তাকে।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যানের পর হেজেলউডের চোটের পরিস্থিতিতে বোঝা যাবে। সহকারী কোচ ড্যানিয়েল ভেটরি দিনের খেলা শেষে জানিয়েছেন, সে খুবই হতাশ। মনে হয় সকালে অনুশীলনের সময় এমনটা হয়েছে। ফিরে এসেই আবারও চোটে পড়া তার জন্য দুর্ভাগ্যজনক। বর্তমান প্রেক্ষাপটে হেজেলউডের জন্য এমন ঘটনা যে কঠিন সেটাও মনে করিয়ে দিয়েছেন ভেটরি।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
২ ঘন্টা আগে![টেস্ট পোশাকে রমেশ মেন্ডিস, এসএলসি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/37ab23bYc5E4EcyfO7a26404.jpg)
পার্থে ভারতের বিপক্ষে ২৯৫ রানে হারলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে স্বাগতিকরা জয় পেয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ব্রিসবেনে তৃতীয় টেস্টে ভারতের চেয়ে এখনও ১৯৩ রানে এগিয়ে আছে অজিরা। তবে মাত্র একদিন বাকি থাকায় ড্রয়ের পথে হাঁটছে গ্যাবা টেস্ট।