promotional_ad

১৩.২ ওভারেই শেষ গ্যাবার প্রথম দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৩.২ ওভার খেলা হওয়ার পর থেকেই গ্যাবায় বৃষ্টি, এএফপি
বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথম সেশনের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি হানা দিলে সারাদিনে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে গ্যাবা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। এমন অবস্থায় অনেকটা চারদিনে নেমে এলো গ্যাবা টেস্ট।

promotional_ad

সকাল থেকেই মেঘলা ছিল ব্রিসবেনের আকাশ। পিচ রিপোর্টের সময় সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেন বলেছিলেন, পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে এবং মুভমেন্ট পাবে। ব্যাটিং করাটা যে সহজ হবে না সেটাও জানিয়েছিলেন তারা দুজন। সেই সঙ্গে চতুর্থ ও পঞ্চম দিনে বাজিমাত করতে পারেন স্পিনাররা। 


পিচ রিপোর্টের শেষের দিকটায় তাই আগে বোলিং নেয়াকেই যথার্থ দাবি করেছিলেন গাভাস্কার ও হেইডেন। কন্ডিশনের সুবিধা নিতে রোহিত শর্মাও তাই আগে বোলিংয়ের সিদ্ধান্তই নিলেন। যদিও জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপকরা সফরকারীদের উইকেট এনে দিতে পারেননি। 


promotional_ad

কন্ডিশনের কারণে ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ থাকলেও কোন উইকেট না হারিয়ে ১৩.২ ওভার পার করেছেন উসমান খাওয়াজা এবং নাথান ম্যাকসুয়েনি। বেশ কয়েকবার এজ হলেও তেমন আহামরী কোন সুযোগ তৈরি হয়নি ভারতের জন্য। দিন শেষে খাওয়াজা ১৯ এবং ম্যাকসুয়েনি অপরাজিত আছেন ৪ রানে। 


সকালের শুরু থেকেই বৃষ্টি বাগড়া দিয়েছে ব্রিসবেন শহরে। প্রথম বৃষ্টি হানা দেয় অস্ট্রেলিয়া ৫.৩ ওভার ব্যাটিং করার পর। মুষলধারে বৃষ্টি না হওয়ায় একটু পরই ‍শুরু হয়েছিল খেলা। তবে প্রথম সেশনের মাত্র ১৩.২ ওভার যাওয়ার পর মুষলধারে বৃষ্টি আসে। ফলে অর্ধেক সেশন খেলেই লাঞ্চে যেতে হয় দুই দলকে।


লাঞ্চের পর অবশ্য ‍বৃষ্টি থামেনি। এমন অবস্থায় চা বিরতি পর্যন্ত অপেক্ষা করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। ধারণা করা হচ্ছিলো বৃষ্টি থামলে সন্ধ্যা ৬ টা ২০ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে নেয়া হবে। তবে আশানুরূপ কিছু না হওয়ায় চা বিরতির একটু পরই দিনের খেলা শেষ ঘোষণা দেন অফিসিয়ালসরা। ১৫ ওভারের কম খেলা হওয়ায় সমর্থকদের প্রথম দিনের পুরো টিকিটের টাকা ফেরত দেবে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball