promotional_ad

গ্যাবায় অস্ট্রেলিয়ার একাদশে হেজেলউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পার্থে বিরাট কোহলির উইকেট নিয়ে জশ হেজেলউডের উদযাপন
চোটের কারণে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জশ হেজেলউড। তবে চোট কাটিয়ে এক ম্যাচ পরই অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন ডানহাতি এই পেসার। হেজেলউডকে নিয়েই গ্যাবা টেস্টের একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

promotional_ad

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন হেজেলউড। যদিও পার্থে ভারতের কাছে ২৯৫ রানের বড় ব্যবধানে হারতে হয় অস্ট্রেলিয়াকে। এমন হারের পর অভিজ্ঞ পেসারকে নিয়ে দুঃসংবাদ পায় স্বাগতিকরা। 


লো গ্রেড সাইড স্ট্রেইন চোটের কারণে অ্যাডিলেডে হেজেলউড ছাড়াই খেলতে নেমেছিল অজিরা। যেখানে তাঁর বদলি হিসেবে খেলেছিলেন স্কট বোল্যান্ড। দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে হেজেলউড চোট থেকে সেরে ‍ওঠায় বাদ পড়তে হয়েছে তাকে।


বোল্যান্ডের জায়গা একাদশে ফিরেছেন হেজেলউড। বাকিদের সবাই আছেন ১৪ ডিসেম্বর গ্যাবায় শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের একাদশে। সাইড স্ট্রেইনের চোট থেকে এত দ্রুত ফিরিয়ে ম্যাচ খেলানোয় অনেকে হেজেলউডের ফিটনেস নিয়ে প্রকাশ করছেন। যদিও তাঁর ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী কামিন্স।


promotional_ad

অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘সে কোনো সমস্যার মুখে পড়েনি। গতকাল সে সত্যিই দারুণ বোলিং করেছে, দুদিন আগে অ্যাডিলেইডেও বোলিং করেছিল। সে নিজে এবং চিকিৎসক দল তার ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।’


পার্থে ২৯৫ রানের জয় পেলে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে লড়াই ই করতে পারেনি ভারত। ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে তৃতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে শেষ তিন ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে সফরকারীরা।


অস্ট্রেলিয়ার একাদশ- উসমান খাওয়াজা, নাথান ম্যাকসুয়েনি, মার্নাশ ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হেজেলউড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball