আবারও প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং অ্যাকশন

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
আবারও প্রশ্নবিদ্ধ আল আমিনের বোলিং অ্যাকশন
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে।  তবে, বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠলেও আপাতত বিপিএলের চলতি আসরে খেলতে তার কোনো সমস্যা নেই। 

গত ২৮ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে আরিফুল হকের উইকেট নিয়েছিলেন আল আমিন। আম্পায়াররা সেই ডেলিভারিটি নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এদিকে, বোলিং পরীক্ষা দিয়ে নিজেকে বৈধ প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই টাইগার পেসার। আগামী ১৪ দিনের মধ্যে  আল আমিনকে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে তার রিপোর্ট পেশ করতে হবে। তার আগে আগামী দুই সপ্তাহ তার খেলতে কোনো বাধা নেই।

আগামী ১২ ডিসেম্বর বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফলে, বিপিএলের চলমান আসরে খেলতে কোনো বাধা থাকছে না কুমিল্লার এই পেসারের। এবারই প্রথম বারের মতো আল আমিন বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েননি।

এর আগে, ২০১৪ সালের নভেম্বরে আরও একবার এই পেসারের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ফেরেন তিনি। তাছাড়া, গত বিপিএল আসরে আরাফাত সানি, কেভন কুপারদের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা।

আল আমিনের বোলিং অ্যাকশন প্রসঙ্গে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘খুলনা টাইটান্সের (২৮ নভেম্বর) বিপক্ষে বোলিং অ্যাকশন নিয়ে আল-আমিনের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। তবে আগামী ১৪ দিন তার বোলিং করতে কোনো সমস্যা নেই। আইসিসির নিয়ম অনুযায়ী তার বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো সমস্যা পাওয়া যায়, তবে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। তারপর তার অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত জানাবো।’

আরো পড়ুন: this topic