কখনো জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ ম্যাচ খেলেছেন গোলাম মুর্তজা। পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন সাবেক এই উইকেটকিপার ব্যাটার। সহকারী ফিল্ডিং এবং উইকেটকিপার কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। একই ভূমিকায় ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটেও (এইচপি)।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রাজশাহী বিভাগের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ছিলেন সাউথ জোনের প্রধান কোচ। এসবের বাইরে বিপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে গোলাম মুর্তজার। দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স এবং মিনিষ্টার ঢাকার সহকারী কোচ ছিলেন সাবেক এই ক্রিকেটার।
আগামী মৌসুমে কাজ করবেন ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে। রাজধানীর দলটির প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে টবি রেডফোর্ডকে। বাংলাদেশে এইচপির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ইংলিশ এই কোচের। ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন রেডফোর্ড। এ ছাড়া মেন্টর হিসেবে শোয়েব আখতারের সঙ্গে চুক্তি করেছে ঢাকা।
বিপিএল নিলামের আগে তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করে ঢাকা। নিলাম থেকে তারা দলে নিয়েছে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, মারুফ মৃধা, ইরফান শুক্কুর ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের।
ঢাকা ক্যাপিটালস:
সরাসরি চুক্তি— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।
নিলাম থেকে— শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, আকবরী।