বিপিএল খেলা হচ্ছে না পেরেরার

বিপিএল
বিপিএল খেলা হচ্ছে না পেরেরার
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে ২০ হাজার ডলারে অ্যাঞ্জেলো পেরেরাকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলতে আসছেন না লঙ্কান এই অলরাউন্ডার। বুড়ো আঙুলের ভেঙে যাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। দ্রুতই পেরেরার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

একটা সময় শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ভবিষ্যত বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি পেরেরা। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন তিনি। তবে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সমান ছয়টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার। দেশের বাইরেও বলার মতো কিছু করতে পারেননি তিনি।

২০২৪ সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে এসেছিলেন পেরেরা। তবে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয়বারের মতো বিপিএল খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। অনুশীলন করার সময় বুড়ো আঙুলে চোট পাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। দ্রুতই পেরেরার বদলি হিসেবে নতুন কাউকে দলে নেবে চট্টগ্রাম। প্রথমবারের মতো বিপিএলে খেলছে তারা।

নিলামে প্রথম ডাকে নাইম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে হৈচৈ ফেলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে ৪৪ লাখ টাকায় নিয়েছে পেসার শরিফুল ইসলামকে। যদিও এরপর বলার মতো কাউকে দলে টানতে পারেনি চট্টগ্রাম। ব্যাটিংয়ে নাইমের সঙ্গে তাদের ভরসা মাহমুদুল হাসান জয়, সালমান হোসেন, নিরোশান ডিকওয়েলা, জিয়াউর রহমান এবং আবু হায়দার রনিরা।

দলের সবচেয়ে বেশি শক্তির জায়গায় স্পিন বোলিং। নিলামের আগেই সরাসরি চুক্তিতে শেখ মেহেদী ও তানভির ইসলামকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের সঙ্গেও সরাসরি চুক্তি করে তারা। নিলাম থেকে নিয়েছে আরাফাত সানি, শুভাগত হোমের মতো স্পিনারদের।

পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন শরিফুল। নিয়মিত জাতীয় দলে খেলা পেসারকে সঙ্গ দেবেন আবু হায়দার, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খানরা। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। বিপিএলের ফাইনাল হবে ২৩ জানুয়ারি, মিরপুরে।

চট্টগ্রাম রয়্যালস:

সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা।

আরো পড়ুন: বিপিএল