নোয়াখালীর মেন্টরের তালিকায় আছেন সাউথ আফ্রিকার মার্ক বাউচার ও অস্ট্রেলিয়ার মাইকেল বেভান। পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবে কাজ করছেন বাউচার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি সাউথ আফ্রিকা জাতীয় দলের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৯ সালে প্রধান কোচ হওয়া বাউচার চাকরি ছাড়েন ২০২২ সালে। ক্রিকেট ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ২৫ টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। এমন অভিজ্ঞ একজনকে মেন্টর হিসেবে পেতে তাঁর সঙ্গে আলোচনা করছে নোয়াখালী।
ক্রিকেটে ফিনিশার টার্মের প্রতিষ্ঠা মাইকেল বেভানের হাত ধরে। ৫০ ওভারের ক্রিকেটে আক্রমণাত্বক ব্যাটিংয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি। অস্টেলিয়ার হয়ে ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে বেভান করেছেন ৬৯১২ রান। ১৮ টেস্টে অবশ্য ৭৮৫ রানের বেশি করতে পারেননি তিনি। তবে সাবেক এই ব্যাটারের সবচেয়ে বেশি খ্যাতি ওয়ানডে ক্রিকেটের ধরণ বদলে দেয়ায়। ক্রিকেট ছেড়ে দেয়ার পর তিনিও কোচিংয়ে যুক্ত।
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) কোচ ছিলেন বেভান। ২০১২ বিপিএলে চিটাগং কিংসের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এক যুগের বেশি সময় পর আবারও বিপিএলে দেখা যেতে পারে তাকে। যদিও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারকে মেন্টর হিসেবে চাইছে নোয়াখালী। বেভান ও বাউচারের সঙ্গে আলোচনা হলেও কারও সঙ্গেই চুক্তি হয়নি ফ্র্যাঞ্চাইজিটির।
প্রাথমিক আলোচনা শেষে বনিবনা হলে তাদের দুজনের যেকোন একজনকে দেখা যেতে পারে নোয়াখালীর মেন্টর হিসেবে। এদিকে বিপিএল নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সৌম্য সরকারের সঙ্গে হাসান মাহমুদকে দলে টেনেছে তারা। এ ছাড়া নোয়াখালীর হয়ে খেলতে দেখা যাবে কুশল মেন্ডিসকে।