বিপিএল নিলামে যুক্ত হচ্ছেন আরও ১২ দেশি ক্রিকেটার

বিপিএল
বিপিএল নিলামে যুক্ত হচ্ছেন আরও ১২ দেশি ক্রিকেটার
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিরা। অর্থাৎ নিলামের আগেই ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের ঠিকানা চূড়ান্ত হয়েছে। তাদের বাইরে ৩০ নভেম্বর হতে যাওয়া নিলামের জন্য ৬ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১৫৪ জন স্থানীয় ক্রিকেটার। তবে সেখানে নাম নেই সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম।

জানা গেছে, সরাসরি দল পাওয়া ক্রিকেটারদের জায়গায় নিলামে যুক্ত হচ্ছেন ১২ ক্রিকেটার। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরও যারা তালিকা থেকে বাদ পড়ে গেছেন তাদের যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।

নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে।

‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার।

আরো পড়ুন: বিপিএল