বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে লিটন, ‘বি’ ক্যাটাগরিতে মুশফিক-মাহমুদউল্লাহ

বিপিএল
বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে লিটন, ‘বি’ ক্যাটাগরিতে মুশফিক-মাহমুদউল্লাহ
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএল নিলামের জন্য ৫০০ জনের বেশি নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ বিদেশি ক্রিকেটার। তবে স্থানীয় কতজন ক্রিকেটার নিবন্ধন করেছেন সেটা জানা যায়নি। তবে সূত্রের খবর ৩০ নভেম্বর হতে যাওয়া বিপিএল নিলামে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন লিটন কুমার দাস ও নাইম শেখ। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়নি। তারা দুজনই ‘বি’ ক্যাটাগরিতে আছেন।

ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বি’ ক্যাটাগরীতে মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে আছেন তাওহীদ হৃদয়, জাকের আলী, শরিফুল ইসলাম, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

এ ছাড়া নাহিদ রানা, সাব্বির রহমান, আকবর আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, মাহফিজুল ইসলাম রবিন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, রিপন মন্ডলসহ ১৮ জন ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন হাবিবুর রহমান সোহান, হাসান মুরাদ, অমিত হাসান ও জিসান আলম। আর ‘ই’ ক্যাটাগরিতে আছেন মারুফ মৃধা, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, প্রিতম কুমারসহ প্রায় ৪০ জন ক্রিকেটার।

নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।

একই সময়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও এসএ টোয়েন্টি টুর্নামেন্ট থাকায় ফ্র্যাঞ্চাইজিদের এমন সুযোগ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যার ফলে কয়েক ম্যাচের জন্য বিদেশি তারকাদের আনতে পারবে দলগুলো। বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার।

এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার। দেশি ক্রিকেটার হিসেবে কতজন নিলামের জন্য নিবন্ধন করেছেন সেটা এখনো জানায়নি বিসিবি। নিলামের আগে অবশ্য দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো।

একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে।

‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার। ম্যানেজার, কোচ, বিশ্লেষকসহ ১২ জন দলীয় কর্মকর্তাকে নিবন্ধন করা যাবে।

আরো পড়ুন: বিপিএল