রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে হওয়ার কথা ছিল বিপিএলের আগামী আসরে। তবে নিলামের দিন কয়েক আগে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালীকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে তারা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা কাজে লাগাতে তিনজন দেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে নোয়াখালী। সৌম্য সরকারের পাশাপাশি তানজিম হাসান সাকিব ও হাবিবুর রহমান সোহানের সঙ্গে কথা বলছে তারা। যদিও এখনো কারও সঙ্গে চুক্তি হয়নি প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া দলটির।
গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন সৌম্য। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে রানও করছেন তিনি। এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের সঙ্গেও আলাপ করছে ফ্র্যাঞ্চাইজিটি। কদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান। তরুণ ওপেনারের কথাও ভাবছে ফ্র্যাঞ্চাইজি।
এর বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা। যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারও সঙ্গেই এখনো চুক্তি হয়নি। বিপিএলে খেলতে রাজি হলেও তাদের কাউকেও পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না।
নিলামের আগে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান, ঢাকা তাসকিন আহমেদ ও সাইফ হাসান, সিলেট মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ, রাজশাহী নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম এবং চট্টগ্রাম দলে টেনেছে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামকে। বিদেশি ক্রিকেটার হিসেবেও অনেকের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা।