বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব
শোয়েব আখতার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বিপিএল যখন শুরু হয় ততদিনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান শোয়েব। বিপিএলে এর আগে আসা হয়নি তার। এমনকি কোচ বা মেন্টর হয়েও বিপিএলে কখনো আসেননি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত এই বোলার।

এবার বিপিএলে আসা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, 'হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। গত ১০–১৫ বছর ধরে আমার বাংলাদেশে আসা হয় না। কিন্তু এই বিপিএল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।'

এদিকে আসন্ন বিপিএল উপলক্ষে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকাও পিছিয়ে নেই। ইতোমধ্যেই অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অবশ্য পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না তাকে।

হেলস ছাড়াও বিদেশি হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে উসমান খান। গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন পাকিস্তানের উসমান। ডানহাতি ব্যাটারকে পাওয়া যেতে পারে পুরো টুর্নামেন্টেই।

বিদেশি ছাড়াও দুজন দেশি ক্রিকেটার দলে নিয়েছে ঢাকা। নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্দা উঠার কথা ছিল বিপিএলের। গত এক সপ্তাহের জন্য পেছানো হতে পারে টুর্নামেন্টটি। ধারণা করা হচ্ছে, ২৬ ডিসেম্বর শুরু হতে পারে বিপিএল।

আরো পড়ুন: শোয়েব আখতার