ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন হেলস

ফ্র্যাঞ্চাইজি লিগ
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন হেলস
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল অ্যালেক্স হেলস। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলিশ ওপেনারের খেলার কথা নিশ্চিতও করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। অথচ বিপিএলের গত আসরে হেলস খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। পুরনো সম্পর্কের জেরেই ঢাকার পরিবর্তে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের বেছে নিয়েছিলেন টি-টোয়েন্টির মারকুটে এই ওপেনার।

রংপুরের হয়ে সেই মৌসুমে ৬ ম্যাচে এক সেঞ্চুরিতে ২১৮ রান করেছিলেন হেলস। বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো হেলস আগামী মৌসুমেও আসছেন বিপিএল খেলতে। ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টে ঢাকার হয়ে খেলবেন ইংলিশ ওপেনার। নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা।

বিপিএলের গত আসরে ৬ ম্যাচ খেলেই বাংলাদেশ ছেড়েছিলেন হেলস। এবারও পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না তাকে। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। টুর্নামেন্টের ফাইনাল হবে ৪ জানুয়ারি। তবে আবুধাবি নাইট রাইডার্সের গ্রুপ পর্বের শেষ ২৮ ডিসেম্বর, গালফ জায়ান্টসের বিপক্ষে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্দা উঠার কথা ছিল বিপিএলের। গত এক সপ্তাহের জন্য পেছানো হতে পারে টুর্নামেন্টটি। ধারণা করা হচ্ছে, ২৫ কিংবা ২৬ ডিসেম্বর শুরু হতে পারে বিপিএল। এমনটা হলে আবুধাবি যদি সেরা চারে উঠতে না পারে তাহলে বিপিএলের প্রায় শুরু থেকেই হেলসকে পাবে ঢাকা। তবে আবুধাবি যদি সেরা চারে থাকে তাহলে ঢাকার হয়ে প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি।

সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে না থাকায় বিপিএলের বাকি অংশের সবগুলো ম্যাচে পাওয়া যেতে পারে তাকে। হেলস ছাড়াও বিদেশি হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে উসমান খান। গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন পাকিস্তানের উসমান। ডানহাতি ব্যাটারকে পাওয়া যেতে পারে পুরো টুর্নামেন্টেই।

বিদেশি ছাড়াও দুজন দেশি ক্রিকেটার দলে নিয়েছে ঢাকা। বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: ঢাকা ক্যাপিটালস