রাজ্য ক্রিকেটে মধ্য প্রদেশের হয়ে খেললেও আইপিএলে ভেঙ্কটেশের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। ক্যারিয়ারের প্রথম চার মৌসুমের সবকটিই তাদের হয়ে খেলেছেন। এমনকি কলকাতার হয়ে শিরোপাও জিতেছেন। কলকাতার ঘরের ছেলে বনে যাওয়ায় গত আসরের আগে মেগা নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। চড়া দাম পেলেও সেই অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভেঙ্কটেশ।
আইপিএলের গত আসরে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেছিলেন। এমন পারফরম্যান্সের পর ১৬ ডিসেম্বর হতে যাওয়া নিলামের জন্য তাকে ছেড়ে দিচ্ছে কলকাতা। ভেঙ্কটেশের পাশাপাশি কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়াকেও ছেড়ে দিচ্ছে তিন বারের চ্যাম্পিয়নরা। যার ফলে মিনি নিলামে ৩৫-৪০ কোটি রুপি খরচ করার সুযোগ পাচ্ছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের জন্য টাকা ঢালতে পারে তারা।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস রবি বিষ্ণই, ডেভিড মিলার, আকাশ দীপ, শামার জোসেফের মতো ক্রিকেটারদের ছেড়ে দেয়ার কথা ভাবছে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেডে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে এসেছে তারা। এমনকি সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোহাম্মদ শামিকেও ট্রেড করানোর কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। এসবের আগে ট্রেডে ২ কোটি রুপিতে মুম্বাইয়ের কাছে শার্দুল ঠাকুরকে বিক্রি করে দিয়েছে লক্ষ্ণৌ।
মেগা নিলাম থেকে রাইট টু ম্যাচ ব্যবহার করে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় অস্ট্রেলিয়ান তরুণকে ছেড়ে দিচ্ছে তারা। পাশাপাশি থাঙ্গারাসু নাটারাজনকেও ছাড়ার কথা চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাই শুধুমাত্র ইংল্যান্ডের উইল জ্যাকসকে ছেড়ে দিচ্ছে। ইতোমধ্যে লক্ষ্ণৌ থেকে শার্দুল ও গুজরাট টাইটান্স থেকে শেরফান রাদারফোর্ডকে নিয়েছে মুম্বাই।
চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, ব্লেসিং মুজারাবানি, রাসিক ধারকে ছেড়ে দিচ্ছে। রানার্স আপ পাঞ্জাব কিংসের ছেড়ে দেয়ার তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন হার্ডি। ট্রেডে সাঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। ডানহাতি উইকেটকিপারের পরিবর্তে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে নিয়েছে তারা।
যার ফলে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, কিউনা মাফাকাকে ছাড়ছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যামসনকে দলে নিয়ে আসায় গত আসরে ভালো করতে না পারা ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, দীপক হুদা, বিজয় শঙ্কর এবং জেমি ওভারটনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের পাঁচবারের শিরোপাজয়ীরা।
ফ্র্যাঞ্চাইজিরা যাদেরকে ছেড়ে দিতে পারে:
কলকাতা নাইট রাইডার্স— ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস— রবি বিষ্ণই, ডেভিড মিলার, আকাশ দীপ, শামার জোসেফ
দিল্লি ক্যাপিটালস— থাঙ্গারাসু নাটারাজন, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, ব্লেসিং মুজারাবানি, রাসিক ধার
পাঞ্জাব কিংস— গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি
মুম্বাই ইন্ডিয়ান্স— উইল জ্যাকস
রাজস্থান রয়্যালস— লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, কিউনা মাফাকা
চেন্নাই সুপার কিংস— ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, দীপক হুদা, বিজয় শঙ্কর এবং জেমি ওভারটন।