সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও তাদের কথা চলছে। এখনো পর্যন্ত পাকিস্তানের উসমান খানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা। পুরো টুর্নামেন্টেই দেখা যেতে পারে ডানহাতি ব্যাটারকে।
উসমান এর আগে একাধিকবার বিপিএলে খেলেছেন। বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ছন্দেও ছিলেন পাকিস্তানি এই ব্যাটার। এবার আবারও বিপিএলে খেলতে আসছেন তিনি। এ ছাড়া কুইন্টন ডি কক ও জেসন রয়ের সঙ্গে দলটির আলোচনা চলছে বলেও গুঞ্জন রয়েছে।
এদিকে বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছিল রিমার্ক হারল্যান। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খান। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকায় সেবার প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি মাঠে বসেও খেলা দেখেছেন ঢাকার সিনেমার মেগাস্টার।
আগামী পাঁচ মৌসুমের জন্যও মালিকানা ধরে রেখেছে তারা। নতুন দলগুলোর নাম পরিবর্তন হলেও গত আসরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে ফ্র্যাঞ্চাইজি। মালিকানা পেয়েই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা।