রাজশাহীর প্রধান কোচ হান্নান, সিনিয়র সহকারী কোচ রাজিন

বিপিএল
রাজশাহীর প্রধান কোচ হান্নান, সিনিয়র সহকারী কোচ রাজিন
রাজিন সালেহ (বামে), হান্নান সরকার (ডানে), ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে। দলটির সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন রাজিন সালেহ। বাংলাদেশের সাবেক ব্যাটারের কোচ হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে পেশায় যুক্ত হয়েছেন রাজিন। তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া ২০২২ সালে আফগানিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচও ছিলেন। ২০২৪ সালে স্বল্পমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটে।

রাজশাহীর প্রধান হান্নানের কোচিং ক্যারিয়ারও সমৃদ্ধ। বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। দুই মৌসুম পর ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলে আর অংশ নেয়নি। পরবর্তীতে রাজশাহী কিংসেও সহকারী কোচ ছিলেন হান্নান। এ ছাড়া ডিপিএলে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচও ছিলেন।

এ ছাড়া এনসিএল ও বিসিএলেও কাজ করেছেন কোচ হিসেবে। কোচিংয়ের পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মার্চে হান্নান যোগ দেন জাতীয় নির্বাচক প্যানেলে। যদিও খুব বেশিদিন সেই দায়িত্বে থাকেননি। ২০২৫ সালে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়ে ডিপিএলে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।

মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়তেই এমন সিদ্ধান্ত নেন হান্নান। আকাশি-নীলদের চ্যাম্পিয়ন করে আগামী ডিপিএলের জন্য যোগ দেন লিজেন্ডস অব রূপগঞ্জে। কদিন আগে অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন হান্নান। লম্বা সময় পর আবারও বিপিএলে ফিরেছেন তিনি।

আরো পড়ুন: বিপিএল