পুরনো নামে ঢাকা-রংপুর, বদলে গেল সিলেট-চট্টগ্রাম ও রাজশাহীর নাম

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম প্রকাশ
রংপুর রাইডার্স
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে যায় এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, মাইন্ড ট্রি লিমিটেড ও বাংলা মার্ক লিমিটেড। আগ্রহী ১১ প্রতিষ্ঠানের তিনটি বাদ পড়ায় ৫ ফ্র্যাঞ্চাইজির জন্য শেষ পর্যন্ত টিকে যায় আটটি প্রতিষ্ঠান। সেখান থেকেও বাদ পড়েছে তিনটি।

শেষ পর্যন্ত অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে বিপিএলের আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টগি স্পোর্টস আগের মতোই রংপুরের মালিকানা পেয়েছে। পুরনোদের মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান।

এসকিউ স্পোর্টস শর্ত পূরণ করতে না পারায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। এ ছাড়া রাজশাহীর মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপ। কদিন আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তারা। বিপিএলের আগামী আসরেও পুরনো নামে থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এদিকে সিলেটকে খেলতে দেখা যাবে সিলেট টাইটান্স হিসেবে, চট্টগ্রাম খেলবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি খেলবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।

নতুন পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে সঙ্গে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের আগামী আসর। যার ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। আগামী ১৭ নভেম্বর হতে পারে টুর্নামেন্টের আগামী আসরের ড্রাফট।

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি:

ঢাকা ক্যাপিটালস

চট্টগ্রাম রয়্যালস

রাজশাহী ওয়ারিয়র্স

রংপুর রাইডার্স

সিলেট টাইটান্স

আরো পড়ুন: বিপিএল