বার্মিংহাম ফিনিক্সের গুরুদায়িত্বে বন্ড, থাকছেন না ভেট্টোরি

ফ্র্যাঞ্চাইজি লিগ
বার্মিংহাম ফিনিক্সের গুরুদায়িত্বে বন্ড, থাকছেন না ভেট্টোরি
শেন বন্ড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দ্য হান্ড্রেডের দল বার্মিংহাম ফিনিক্সে বড় ধরনের পরিবর্তন আসছে। দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি, তার জায়গায় আসছেন শেন বন্ড। নতুন মৌসুম শুরুর আগেই এই পরিবর্তন আনল ফ্র্যাঞ্চাইজিটি।

ভেট্টোরি এবার যোগ দিচ্ছেন নতুন নামে মাঠে নামা সানরাইজার্স লিডস দলে। দলটির আগের নাম ছিল নর্দান সুপারচার্জার্স। ভারতীয় প্রতিষ্ঠান সান গ্রুপের মালিকানায় আসার পর দলের নাম পরিবর্তিত হয়েছে।

জানা গেছে, দুই বছরের চুক্তিতে ফিনিক্সের দায়িত্ব নিচ্ছেন বন্ড। এর আগে আইপিএল ও বিগ ব্যাশে অভিজ্ঞ কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। বন্ডকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ফিনিক্সের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস।

তিনি বলেন, 'শেনকে প্রধান কোচ নিয়োগ দিতে পেরে আমরা রোমাঞ্চিত। তার অভিজাত কোচিং অভিজ্ঞতা, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রমাণিত সাফল্য ও ক্রিকেটারদের উন্নতি করায় তার তাড়না, এসব হবে আমাদের বড় সম্পদ।'

থমাস আরও যোগ করেন, 'তার লক্ষ্য, ট্যাকটিক্যাল অন্তর্দৃষ্টি ও হাই-পারফরম্যান্স পরিবেশ গড়ে তোলার সামর্থ্য আলাদা করে ফুটে উঠেছে প্রতিযোগিতামূলক নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আধুনিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা সম্পর্কে সে ভালো জানে এবং বোঝে, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে হলে কী করতে হয়।'

৫০ বছর বয়সী বন্ড কোচিং ক্যারিয়ারে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। আইপিএলে সাত বছর ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে, এরপর রাজস্থান রয়্যালসেও একই দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালস ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডারের প্রধান কোচ ছিলেন তিনি।

সম্প্রতি মালিকানায় পরিবর্তন এসেছে বার্মিংহাম ফিনিক্সেরও। ওয়ারউইকশায়ার কাউন্টির পাশাপাশি এখন দলটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল, যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক।

আরো পড়ুন: ড্যানিয়েল ভেট্টোরি