জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব ট্রট, বোলিং কোচ বন্ড আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।