সুযোগ পেলে এবারের বিপিএলে খেলতে চান শেফার্ড

ফ্র্যাঞ্চাইজি লিগ
সুযোগ পেলে এবারের বিপিএলে খেলতে চান শেফার্ড
রোমারিও শেফার্ড, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সুযোগ পেলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান রোমারিও শেফার্ড। যদিও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

জেসন হোল্ডারের পর দ্বিতীয় ক্যারিবিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন শেফার্ড। বাংলাদেশের বিপক্ষে অসাধারণ বোলিংয়ে ৩৬ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন তিনি।

১৭তম ওভারে এক রান কড়া নুরুল হাসান সোহানকে বিদায় করেন তিনি। এরপর শেষ ওভারের প্রথম বলে তানজিদ হাসান তামিমকেও বিদায় করেন অলরাউন্ডার। ৬২ বলে ৮৯ রান করা তানজিদকে বিদায়ের পর শরিফুল ইসলামকে বিদায় করেন তিনি।

ম্যাচের পর বিপিএল নিয়ে নিজের আগ্রহের কথা জানান শেফার্ড। বিপিএলে এখন পর্যন্ত একবারই খেলেছেন তিনি। বিপিএলের ২০২৩-২৪ মৌসুমে কেবল চারটি ম্যাচ খেলেন তিনি। খেলতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি অ্যাভেইলেবল থাকি আর সিলেক্টেড হই (তাহলে খেলব)।'

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা চার ম্যাচে বল হাতে পাঁচ উইকেট নেন শেফার্ড। এর মধ্যে একটি ম্যাচে ২৭ রান খরচায় তিন উইকেট নেন তিনি। ব্যাট হাতে সবমিলিয়ে করেন ৯০ রান।

এর মধ্যে এক ম্যাচে করেন অপরাজিত ৬৬ রান। শেফার্ড যখন চট্টগ্রামের হয়ে খেলেন সেবার এই দলে খেলেছিলেন তানজিদও। এক সময়ের সতীর্থকে জাতীয় দলের হয়ে ভালো খেলতে দেখে আনন্দিত শেফার্ড নিজেও।

তিনি বলেন, 'আমার পছন্দ তানজিদ তামিমকে। সে দারুণ খেলেছে। আমি তার সাথে বিপিএলে খেলেছি। সে বাংলাদেশের হয়ে দারুণ খেলছে দেখে ভালো লাগছে।'

আরো পড়ুন: রোমারিও শেফার্ড