কদিন আগেই হুট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের এনওসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেদিন এক বিবৃতিতে পিসিবি বলেছিল, 'চেয়ারম্যানের অনুমোদনে বিদেশি লিগ ও দেশের বাইরে অন্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সব এনওসি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।'
তখন বোর্ডের এই সিদ্ধান্তের কারণ জানা যায়নি। তবে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছিল, পারফরম্যান্সভিত্তিক একটি নীতির সঙ্গে এনওসি যুক্ত করতে চাচ্ছিল পিসিবি। এবার সেই শর্ত শিথিল করতে যাচ্ছে পিসিবি। ফলে বিগ ব্যাশের জন্য এনওসি পাচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
এবারের বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন বাবর আজম, ব্রিসবেন হিটে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে। মেলবোর্ন রেনিগেডসের দলে আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার হাসান খান।
গত আসরের মতো এবারও মেলবোর্ন স্টার্সের জার্সিতে মাঠে নামবেন গতি তারকা হারিস রউফ। সিডনি থান্ডারের হয়ে খেলবেন শাদাব খান, আর অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দেবেন পেসার হাসান আলী। পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি না পেলে নিশ্চিতভাবেই রঙ হারাতো বিগ ব্যাশ।