নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও চোটের কারণে খেলতে পারেননি ম্যাক্সওয়েল। সিরিজ শুরুর আগে মাউন্ট মঙ্গানুইতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। নেটে অনুশীলনের সময় মিচেল ওয়েনের একটি শট এসে তারকা অলরাউন্ডারের হাতে এসে লাগে। পরবর্তীতে স্ক্যান করানো হলে জানা যায়, ম্যাক্সওয়েলের কবজিতে চিড় ধরা পড়েছে। এমন অবস্থায় কিউইদের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
ভারতের বিপক্ষে ফেরার জন্য অবশ্য অস্ত্রোপচার করেন ম্যাক্সওয়েল। আপাতত ভারতের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে। ধারণা করা হচ্ছে, তৃতীয় টি-টোয়েন্টি থেকে ফিরতে পারেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার। যদিও সেটা এখনো নিশ্চিত নয়। ম্যাক্সওয়েল অবশ্য আশা ছাড়ছেন না। বর্তমানে বিশেষভাবে তৈরি প্লাস্টিকের একটি স্প্লিন্ট হাতে পড়ে বেড়াচ্ছেন। চোটে থাকায় অবস্থায়ই ক্যারিয়ারে পথ বেছে নিলেন তিনি।
২১ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জ। সেই টুর্নামেন্টে মেলবোর্ন স্টারসের নারী দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন ম্যাক্সওয়েল। যদিও কোচিং করানোর সময়ও নিজের ফিটনেস ও মাঠে ফেরার লড়াইয়ে থাকবেন তিনি। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন অ্যান্ডি ক্রিস্টি। স্টারসের সঙ্গে ম্যাক্সওয়েলের সম্পর্কটা অবশ্য পুরনো।
ছেলেদের বিগ ব্যাশে তাদের হয়েই খেলেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ফেরিওয়ালাকে কোচ হিসেবে পেয়ে খুশি স্টারসের উইকেটকিপার ব্যাটার সোফি রিড। তিনি জানান, টি-টোয়েন্টি ক্রিকেট যে কারও চেয়ে ভালো বুঝেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। সোফির বিশ্বাস, অনুশীলনে পর্যবেক্ষণ করে তাদের পরামর্শ দেবেন ম্যাক্সওয়েল। স্টারস উইকেটকিপারের কাছে এমন পরামর্শ অমূল্য।
এ প্রসঙ্গে সোফি বলেন, ‘ম্যাক্সওয়েল স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি খেলাটা যে কারও চেয়ে ভালো বোঝেন। মাঠে তিনি আমাদের পর্যবেক্ষণ করবেন, পরামর্শ দেবেন, এটা আসলে অমূল্য। আমি নিশ্চিতভাবে গ্লেন ম্যাক্সওয়েল নই (রিভার্স সুইপ করার ক্ষেত্রে), আমার মনে হয় আমি দক্ষতার অভাবে আন অর্থোডক্স শট খেলি; যদিও ক্রিজে একটু শট খেলতে আমি ভালোবাসি।’
২১ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জের। ৭ দিনের টুর্নামেন্টে প্রতিটা দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। উদ্বোধনী দিনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে মেলবোর্ন স্টারস। পরবর্তীতে ২৪ অক্টোবর হোবার্ট হারিকেন্স, ২৫ অক্টোবর ব্রিসবেন হিট এবং ২৭ অক্টোবর খেলবে পার্থ স্কচার্সের বিপক্ষে। ২৯ অক্টোবর দুই সেমিফাইনালের সঙ্গে ফাইনালও অনুষ্ঠিত হবে।