মুস্তাফিজকে ছেড়ে দিল দুবাই ক্যাপিটালস

ফ্র্যাঞ্চাইজি লিগ
মুস্তাফিজকে ছেড়ে দিল দুবাই ক্যাপিটালস
মুস্তাফিজুর রহমান, দুবাই ক্যাপিটালস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

নিলামের আগেই ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। ফলে অনেকেই ধারণা করছিলেন এবার হয়তো তিনজন বাংলাদেশিকে দেখা যাবে এবারের আইএল টি-টোয়েন্টিতে।

যদিও এমনটা হচ্ছে না। অনেকেই নিলাম শেষে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম না দেখে অবাক হয়েছিলেন। এবার জানা গেছে মুস্তাফিজের বদলি হিসেবে ইতোমধ্যে তারা হায়দার আলীকে দলে নিয়েছে। ফলে সাকিব-তাসকিনকে দেখা গেলেও এই টুর্নামেন্টে মুস্তাফিজকে দেখা যাবে না।

আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে সাকিবকে নিয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি। তাসকিনকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএল। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগের। সাকিব এক বছর ধরে বাংলাদেশে এসে খেলতে পারেন না।

ফলে সাকিবের আইএল টি-টোয়েন্টিতে খেলা নিশ্চিত। তবে তাসকিন পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তির ওপর। বিসিবি অবশ্যই একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে রিশাদ হোসেনকে।

আরো পড়ুন: আইএল টি-টোয়েন্টি