এখনো বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত নয় রাজশাহী

ফ্র্যাঞ্চাইজি লিগ
এখনো বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত নয় রাজশাহী
রাজশাহী স্টেডিয়াম, রিমার্ক হারল্যান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবার চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে বাড়ানো হচ্ছে ভেন্যুর সংখ্যা। বিপিএলের নতুন এবং চতুর্থ ভেন্যু হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছে খুলনা, রিশাল, রাজশাহী, বগুড়া। বিপিএলের মাস কয়েক বাকি থাকলেও নতুন ভেন্যু চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরজমিনে ঘুরে দেখা গেছে, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে বগুড়ার পাশাপাশি প্রস্তুত নয় বরিশাল ও রাজশাহী। আকরাম খানও এমন ইঙ্গিত দিয়েছেন।

বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ইমার্জিং দলের খেলা হওয়ার পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ‘দ্বিতীয়’ আসরের ম্যাচও দেয়া হয়েছে রাজশাহীতে। বিপিএল আয়োজনের আশায় বেশ কিছুদিন আগে সংস্কার কার্যক্রম শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যদিও এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি ভেন্যু। উইকেট কিংবা ড্রেনেজ সিস্টেমের উন্নতি করা গেলেও আন্তর্জাতিক ম্যাচ কিংবা বিপিএল আয়োজন সম্ভব নয় এখনই।

স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকলেও সেটা পর্যাপ্ত নয়। পাশাপাশি যেগুলো আছে সেগুলোও এখনো কাজে লাগানোর মতো অবস্থা। এ ছাড়া ড্রেসিং রুম, প্রেস বক্সের মতো জায়গাগুলোও এখনো অপ্রস্তুত। আকরামের কথাও ফুটে উঠল সেসবই। বিসিবির টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান মনে করেন, কিছু সুযোগ সুবিধা বাড়ানো হলেই রাজশাহীতে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আয়োজন সম্ভব।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘কিছু সুযোগ-সুবিধা যদি একটু বাড়ানো হয় তাহলে অনেক ভালো হতো। যেমন— লাইটের সবকিছু আছে কিন্তু লাইট নাই। লাইট থাকলে আমরা কিন্তু পুরো টুর্নামেন্টই এখানে করতে পারতাম। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার তো এখানে বিনিয়োগ করাই আছে। কিন্তু আর কিছু টাকা থাকলে আমাদের এখানে লাইটটা থাকলে প্রতিদিন দুইটা ম্যাচ করতে পারতাম।’

বিপিএল আয়োজন করতে গেলে ভালো মানের হোটেল থাকাটা ‍গুরুত্বপূর্ণ। হোটেল ব্যবস্থা ভালো আছে নিশ্চিত করে আকরাম বলেন, ‘বাকিগুলো ভালো আছে, হোটেলও ভালো আছে। তারপরে মনে করেন আপনার সবকিছু ভালো, শুধু কিছু সুযোগ-সুবিধা আমরা উন্নতি করতে পারলে খুব ভালো একটা ক্রিকেটের পরিবেশ হবে।’

বিসিবির ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল। আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহী প্রস্তুত হতে পারবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হলে বিপিএলের নতুন ভেন্যু হিসেবে সবার চেয়ে এগিয়ে যেতে পারে খুলনা। রাজশাহীতে বিপিএল আয়োজন নিয়ে আকরাম বলেন, ‘এটা নির্ভর করছে। কিন্তু আমরা চিন্তা-ভাবনা করছি।’

আরো পড়ুন: বিপিএল