আইএল টি-টোয়েন্টির নিলামে নাম দেবেন অশ্বিন

ছবি: আইএল টি-টোয়েন্টির নিলামে নাম লেখাবেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

আইএল টি-টোয়েন্টির আয়োজকরা ইতোমধ্যেই অশ্বিনের সঙ্গে আলোচনায় আছেন বলে জানা গেছে। লিগটির চতুর্থ মৌসুম আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বর্তমানে নিলামে নিবন্ধনের প্রক্রিয়া চলছে, যার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
অশ্বিনকে দেখা যাবে বিগ ব্যাশে
৯ ঘন্টা আগে
ক্রিকবাজকে অশ্বিন বলেন, 'হ্যাঁ, আমি আইএল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে কথা বলেছি। নিলামে নাম দিলে আশা করছি কেউ আমাকে দলে নেবে।'

আগে এই লিগে ড্রাফট পদ্ধতিতে দল গঠন হতো, তবে এবার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে দল গঠন করা হবে। নিলাম হবে ৩০ সেপ্টেম্বর, দুবাইয়ে।
দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ
১২ আগস্ট ২৫
নিলামে দল পেলে অশ্বিন হবেন প্রথম বড় মাপের ভারতীয় ক্রিকেটার যিনি আইএল টি-টোয়েন্টিতে অংশ নেবেন। এর আগে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান ড্রাফটে সুযোগ পেলেও এখনো মাঠে নামেননি। আম্বাতি রাইডু এই লিগে খেলা একমাত্র ভারতীয় ক্রিকেটার।
২০০৯ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলা অশ্বিন ভারতের হয়ে ২৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন দলগুলো হচ্ছে চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ঘরোয়া পর্যায়ে তামিলনাড়ু এবং টিএনপিএলেও খেলেছেন তিনি।
অশ্বিন ভবিষ্যতে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিভিন্ন লিগে অংশ নিতে চান। ধারণা করা হচ্ছে, তিনি আগামী বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও অংশ নেবেন। ইতোমধ্যে লিগটিতে বিভিন্ন বড় আন্তর্জাতিক তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন।