দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানের ছাড়াছাড়ি

ছবি: রাহুল দ্রাবিড় ও ভৈবভ সূর্যবংশী

রাজস্থান এক ফেসবুকে এক পোস্টে জানিয়েছে দ্রাবিড়কে ফ্র্যাঞ্চাইজিটির আরও বড় দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছিল রাজস্থান। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি এবং কোচের পদ ছেড়ে দেয়ার ইচ্ছে প্রকাশ করেন। বিদায় বেলায় এই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।
দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন
২৩ আগস্ট ২৫
রাজস্থান ফেসবুকে লিখেছে, '২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তার নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

চিন্নাস্বামীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেবে বেঙ্গালুরু
১০ ঘন্টা আগে
তারা আরও যোগ করেছে, 'আমাদের দলের গঠনগত কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মতো রাহুলকে আমরা আরও বড় দায়িত্ব নেয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। দুর্দান্ত অবদানের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, ক্রিকেটারেরা এবং সমর্থকেরা তাকে ধন্যবাদ জানাচ্ছে।'
দ্রাবিড় ২০২৫ আইপিএল মৌসুমের আগে রাজস্থানের প্রধান কোচ হিসেবে আবার দায়িত্বে ফেরেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেন দ্রাবিড়। এরপরই রাজস্থানে দ্বিতীয় ইনিংস শুরু করেন দ্রাবিড়। এর আগে তিনি ২০১২ এবং ২০১৩ আইপিএলে রাজস্থানের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ এবং ২০১৫ মৌসুমে তিনি দলটির পরিচালক এবং মেন্টর হিসেবে কাজ করেছিলেন।