অস্ট্রেলিয়ার এমসিজিতে হারিস রউফের নামে স্ট্যান্ড

ছবি: মেলবোর্ন স্টার্সের জার্সিতে হারিস রউফ

এবার রউফের অবদান স্বীকার করে এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি সম্মান জানাতে বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড বরাদ্দ রাখতে যাচ্ছে দলটি।
বাংলাদেশ সফরে অনিশ্চিত হারিস
৭ জুলাই ২৫
মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট এই উদ্যোগের কথা জানিয়ে বলেন, 'আমরা চাই পাকিস্তানি সমর্থকরা (স্টেডিয়ামে) আসুক, আমাদের ম্যাচ উপভোগ করুক এবং তাদের ঐতিহ্য তুলে ধরুক।'

ল্যাঙ্গারের প্রতি এখনও কৃতজ্ঞ শর্ট
১৭ আগস্ট ২৫
বিগ ব্যাশে নিজের প্রথম আসরে (২০১৯-২০) হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে ২৭ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন রউফ। যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে পাকিস্তানি এই পেসার ক্যারিয়ার সেরা বোলিং হয়ে আছে এখনও।
সেই আসরেই সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিকও অর্জন করেন। যা এখন পর্যন্ত তার একমাত্র হ্যাটট্রিক। বিগ ব্যাশের এবারের আসরের পর্দা উঠছে ১৪ ডিসেম্বর থেকে। মেলবোর্ন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ডিসেম্বর।