একই দলের হয়ে খেলবেন ইমাদ ওয়াসিম, জাস্টিন গ্রেভস, জেডেন সিলস, রাখিম কর্নওয়ালদের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ সময় ১৫ আগষ্ট ভোর ৫ টায় নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবেন সাকিব-ইমাদরা। পরবর্তীতে ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস ও সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষেও খেলবেন তারা
গায়ানার পাশাপাশি জ্যামাইকা তালাওয়াশ ও বার্বাডোস ট্রাইডেন্সের হয়েও খেলেছেন সাকিব। এখন পর্যন্ত সিপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩৬ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন সাকিব। এ ছাড়া সমান ম্যাচে ১০৯.৫ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান।
সিপিএলে সাকিবের ম্যাচের সূচি—
তারিখ | প্রতিপক্ষ | সময় |
১৪ আগষ্ট | সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস | ভোর ৫ টা |
১৬ আগষ্ট | বার্বাডোস রয়্যালস | ভোর ৫ টা |
১৭ আগষ্ট | সেন্ট লুসিয়া কিংস | ভোর ৫ টা |
২০ আগষ্ট | ত্রিনবাগো নাইট রাইডার্স | ভোর ৫ টা |
২২ আগষ্ট | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ভোর ৫ টা |
২৪ আগষ্ট | সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস | রাত ৯ টা |
২৭ আগষ্ট | ত্রিনবাগো নাইট রাইডার্স | ভোর ৫ টা |
৩১ আগষ্ট | সেন্ট লুসিয়া কিংস | রাত ৯ টা |
৬ সেপ্টেম্বর | বার্বাডোস রয়্যালস | ভোর ৫ টা |
১১ সেপ্টেম্বর | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ভোর ৫ টা |