সিপিএলে কবে কখন সাকিবের খেলা

ফ্র্যাঞ্চাইজি লিগ
সিপিএলে কবে কখন সাকিবের খেলা
গ্লোবাল সুপার লিগ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএ) খেলেছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমের বিরতি দিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের ত্রয়োদশ আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব।

একই দলের হয়ে খেলবেন ইমাদ ওয়াসিম, জাস্টিন গ্রেভস, জেডেন সিলস, রাখিম কর্নওয়ালদের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ সময় ১৫ আগষ্ট ভোর ৫ টায় নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবেন সাকিব-ইমাদরা। পরবর্তীতে ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বার্বাডোস রয়্যালস ও সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষেও খেলবেন তারা

গায়ানার পাশাপাশি জ্যামাইকা তালাওয়াশ ও বার্বাডোস ট্রাইডেন্সের হয়েও খেলেছেন সাকিব। এখন পর্যন্ত সিপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩৬ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন সাকিব। এ ছাড়া সমান ম্যাচে ১০৯.৫ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান।

সিপিএলে সাকিবের ম্যাচের সূচি—

তারিখপ্রতিপক্ষসময়
১৪ আগষ্টসেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসভোর ৫ টা
১৬ আগষ্টবার্বাডোস রয়্যালসভোর ৫ টা
১৭ আগষ্টসেন্ট লুসিয়া কিংসভোর ৫ টা
২০ আগষ্টত্রিনবাগো নাইট রাইডার্সভোর ৫ টা
২২ আগষ্টগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সভোর ৫ টা
২৪ আগষ্টসেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসরাত ৯ টা
২৭ আগষ্টত্রিনবাগো নাইট রাইডার্সভোর ৫ টা
৩১ আগষ্টসেন্ট লুসিয়া কিংসরাত ৯ টা
৬ সেপ্টেম্বরবার্বাডোস রয়্যালসভোর ৫ টা
১১ সেপ্টেম্বরগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সভোর ৫ টা

আরো পড়ুন: সাকিব আল হাসান