এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আসরটি ঘিরে গঠিত পরিস্থিতি ও আয়োজকদের কয়েকটি সিদ্ধান্ত তাদের অংশগ্রহণের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া এবং তাতে দুই দলকে সমান পয়েন্ট দেয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বোর্ড।
পিসিবি বলেছে, 'ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই যা খাটো করে তোলে।'
পাকিস্তান ও ভারতের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচে ভারতীয় দল অংশ নেয়নি। একই পরিস্থিতি তৈরি হয় সেমিফাইনালেও। আয়োজকরা তখন উভয় দলকেই এক পয়েন্ট করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পিসিবির মতে, এটি ছিল 'ভণ্ডামি ও পক্ষপাতিত্বে'।
পিসিবির বোর্ড অব গভর্নর্সের ৭৯তম সভা শেষে দেয়া বিবৃতিতে আরও বলা হয়, 'যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশগ্রহণের আগে আমরা চাই একটি নিরপেক্ষ, সম্মানজনক ও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত হোক।'
অন্যদিকে টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ফাইনালে ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় সেঞ্চুরি। ফাইনালের সেরা ও পুরো আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ছয় দলের এই টুর্নামেন্টে খেলেছেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা। মাঠে কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেও রাজনৈতিক প্রেক্ষাপট ও সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কই শেষ পর্যন্ত মূল আলোচনায় চলে আসে।