বিগ ব্যাশে সিডনির হয়ে খেলবেন বাবর

বাবর আজম
আগের দিনই একটি ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়ে রেখেছিল সিডনি সিক্সার্স। শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিগ ব্যাশের আসন্ন মৌসুমের জন্য বাবর আজমকে দলে নিয়েছে তারা। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই পাকিস্তানের।

promotional_ad

ফলে বিগ ব্যাশের পুরো আসরেই খেলতে পারবেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত এখন বাবর। সর্বশেষ কয়েকটি সিরিজে পাকিস্তান দলে জায়গা হয়নি পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়কের। এমনকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদে অন্য সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না তাকে।


আরো পড়ুন

‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের বেশি রান আছে বাবরের নামের পাশে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাকিস্তান দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০২১ এবং ২০২২ সালে আইসিসি ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং ২০২২ সালে আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরষ্কার জেতেন তিনি।


promotional_ad

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ড্রাফটের আগে একজন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। সেই সুযোগই কাজে লাগিয়েছে সিডনি।


বিগ ব্যাশের এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, ১৯ জুন। এদিকে বাবরকে দলে পেয়ে দারুণ আনন্দিত সিডনি সিক্সার্সের জেনারেল ম্যানেজার রাচেল হেইন্স। সিডনি সিক্সার্সই নয় শুধু বাবরের অন্তর্ভূক্তি বিগ ব্যাশেও বাড়তি উন্মাদনা যোগ করবে বলে বিশ্বাস তার।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এই গ্রীষ্মে বাবরকে সিক্সার্সে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। বাবরের ক্রিকেট জীবনই তার সাফল্যের কথা বলে। তিনি একজন বিশ্বমানের খেলোয়াড় এবং প্রমাণিত নেতা। তিনি শুধু আমাদের ক্লাবের জন্যই নয়, পুরো লিগের জন্যই একটি বিশাল সংযোজন।'


বাবর নিজেও সিডনিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, 'এটি একটি দারুণ সুযোগ, বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে খেলা এবং এমন একটি সফল ও সম্মানিত ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ার জন্য। আমি দলের সাফল্যে অবদান রাখতে চাই এবং ভক্তদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাই। সেই সঙ্গে পাকিস্তানে আমার বন্ধু, পরিবার ও সমর্থকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য উৎসুক হয়ে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball