মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে চাহালকে নিয়ে শঙ্কা

ছবি: পাঞ্জাবের জার্সিতে যুবেন্দ্র চাহাল

সেরা দুইয়ে থেকে প্লে অফে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির সামনে। এমন ম্যাচের আগেই বড় ধাক্কা খেতে চলেছে পাঞ্জাব। এই ম্যাচে নাও খেলতে পারেন যুবেন্দ্র চাহাল।
চাহালের হ্যাটট্রিকের পর আইয়ারের ব্যাটে জিতল পাঞ্জাব
১ মে ২৫
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এর আগের ম্যাচেও খেলা হয়নি চাহালের। তবে সেই সময় জানানো হয়নি কেন তিনি দলে ছিলেন না। তবে ‘ক্রিকইনফো’ জানিয়েছে, চাহাল কব্জির চোটে ভুগছেন।

দিল্লির বিপক্ষেও চাহালের না থাকা ভুগিয়েছে চাহালকে। এই স্পিনারের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। এবারের আইপিএলের শুরু থেকেই পাঞ্জাবের অন্যতম সেরা পারফর্মার চাহাল।
ক্রিকেটারদের বলেছি আমরা এখনও কিছু অর্জন করিনি: পন্টিং
২৭ মে ২৫
১২ ম্যাচে এখনও পর্যন্ত ১৪ উইকেট নিয়েছেন তিনি। পাঞ্জাবের হয়ে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল আর্শদীপ সিং। তিনি নিয়েছেন ১৬ উইকেট। ফলে বোঝাই যাচ্ছে পাঞ্জাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ চাহাল।
পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। এই ম্যাচ যদি ভেস্তে যায় তবে সেরা দুইয়ে থাকতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দিকে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাবকে। তার যদি শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারায় তাহলে সেরা দুইয়ে থেকে আসর শেষ করবে পাঞ্জাব।