রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

ছবি: শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

সিরিজ শেষে আবারও পিএসএলে যোগ দেন রিশাদ। যদিও এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি বাংলাদেশের এই লেগ স্পিনারের। তবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমেই ভেল্কি দেখিয়েছেন রিশাদ। ৩ উইকেট নিয়ে দলকে তুলেছেন ফাইনালে। এদিন প্রথম ওভারে বেশ খরুচে ছিলেন রিশাদ। সেই ওভারে ১৪ রান দিলেও পাননি কোনো উইকেট।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব
১৯ ঘন্টা আগে
দ্বিতীয় ওভারে এসে রিশাদ তুলে নেন সালমান আঘার উইকেট। সালমান শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে নাইমের হাতে ধরা পড়েন লং অনের সীমানার কাছে। তৃতীয় ওভার করতে এসে রিশাদ ছক্কা হজম করেন মিড উইকেট দিয়ে। ছক্কা খাওয়ার পরের বলেই২৬ রান করা শাদাব খানকে আউট করেন রিশাদ। চতুর্থ বলে রিশাদকে ছক্কা মারেন জিমি নিশামও।
শেষ বলে নিশাম আউট হয়েছেন রিশাদের হাতেই ক্যাচ তুলে দিয়ে। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি। এদিন খরুচে বোলিং করেও কোনো উইকেট পাননি বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। তিনি ৩ ওভারে ২৭ রান দেন। শুরুতে ইসলামাবাদকে চেপে ধরেছিলেন সালমান মির্জা ও শাহীন আফ্রিদি।

দুজনে মিলে ১২ রানের মধ্যে তুলে নেন ৩ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইসলামাবাদ। এদিন মাত্র ৩ রানে ৩ উইকেট নেন শাহীন। ১৬ রানে ৩ উইকেট নেন সালমান। আর তাতেই ২০৩ রানের লক্ষ্যে খেলতে নামা ইসলামাবাদ গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ৯৫ রানের জয় নিয়ে পিএসএলের এবারের আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নামবে লাহোর।
সাকিবের এক উইকেট, ফখর-শফিকের ব্যাটে ফাইনালের আরও কাছে লাহোর
২৩ মে ২৫
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোর অধিনায়ক আফ্রিদি। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তারা হারায় ফখর জামানের উইকেট। মাত্র ১২ রান করে টাইমাল মিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর আব্দুল্লাহ শফিককে নিয়ে লাহোরের রান বাড়িয়েছেন মোহাম্মদ নাইম।
এই দুই ব্যাটারের মধ্যে নাইম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তিনি ২৫ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তাদের দ্বিতীয় উইকেট জুটি থেকে এসেছে ৭০ রান। নাইম হাফ সেঞ্চুরির পর ইমাদ ওয়াসিমের শিকার হয়ে ফিরলে এই জুটি ভাঙে। শফিক ও কুশাল পেরেরা তৃতীয় উইকেটে আরও যোগ করেন ৪৮ রান।
শফিক আউট হয়েছেন ২৫ রান করে। এরপর কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে টেনেছেন লাহোরের ইনিংস। রাজাপাকশে ১৩ বলে ২২, আসিফ আলী ৭ বলে ১৫ রান করে আউট হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন পেরেরা। তার ব্যাটে ভর করেই মূলত দুশর বেশি রান সংগ্রহ করে লাহোর।
এদিন ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার সাকিব ও রিশাদ। মিলসের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট করতে এসে প্রথম বল ডট খেলেন সাকিব। অফ স্টাম্প বরাবার আসে দ্বিতীয় বলে তিনি হাঁকাতে চেয়েছেন ছক্কা, কিন্তু ব্যাটের উপরের কানা লাগা বল উঠে যায় আকাশে।
ফলে বদলি ফিল্ডার মোহাম্মদ নাওয়াজের ক্যাচ হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। এ নিয়ে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এদিন ব্যর্থ হয়েছেন রিশাদও। প্রথম বলেই হাঁকিয়েছেন চার। ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন তিনিও। ফলে ৫ রান করে ফিরে যেতে হয়েছে তাকেও।