promotional_ad

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

বিসিসিআই
তুষার দেশপাণ্ড, যুধভীর সিংয়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসকে টেনে ধরার কাজটা করেছিলেন আকাশ মাধওয়াল। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও চেন্নাইকে টেনে তোলেন ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুশ মাহাত্র, শিভাম দুবেরা। তাদের সবার ব্যাটে ১৮৭ রানের পুঁজি পেলেও উইকেটে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকায় জয়ের যথেষ্ট ছিল না। দুইশর নিচে রান তাড়ায় বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল ও ইয়াশভি জয়সাওয়ালের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আইপিএলের চলতি আসর শেষ করলেন স্যামসনরা।

promotional_ad

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৭ রান তাড়ায় ইয়াশভি জয়সাওয়ালের ব্যাটে ভালো শুরু পায় রাজস্থান। বাঁহাতি ওপেনার যখন একপ্রান্ত ঝড় তুলছিলেন অন্যপ্রান্তে দাঁড়িয়ে তা দেখছিলেন সূর্যবংশী। উদ্বোধনী জুটির ৩৭ রানের ৩৬ রানই করেছেন জয়সাওয়াল। ইনিংসের চতুর্থ ওভারে এসে নিজেদের প্রথম উইকেট হারায় রাজস্থান। আনশুল কাম্বোজের গুড লেংথ ডেলিভারিতে আড়াআড়ি শট খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন জয়সাওয়াল।


আরো পড়ুন

‘আমরা সুপারস্টার কিনি না, সুপারস্টার তৈরি করি’

২ মে ২৫
বিসিসিআই

৫ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩৬ রান করে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার। তিনে নেমে ভালো শুরু পান স্যামসনও। তবে অন্যপ্রান্তে রয়েসয়েই খেলছিলেন সূর্যবংশী। পাওয়ার প্লে শেষে অবশ্য হাত খুলে খেলতে থাকেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ ও রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে দ্রুত রান তোলার কাজটা করেছেন সূর্যবংশী। শুরুতে দেখেশুনে খেললেও মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। স্যামসনের সঙ্গে তাঁর জুটি ভাঙেন অশ্বিন।


promotional_ad

ডানহাতি অফ স্পিনারের ক্যারম বলে ছক্কা মারতে গিয়ে ডেওয়াল্ড ব্রেভিসের হাতে ক্যাচ দিয়েছেন লং অনে। ৩১ বলে ৪১ রান করা রাজস্থান অধিনায়কের বিদায়ের ওভারে আউট হয়েছেন সূর্যবংশীও। অশ্বিনের বলে লেগ সাইডে খেলতে গিয়ে টপ এজ হয়ে জাদেজার হাতে ক্যাচ দিয়েছেন সমান চারটি করে ছক্কা ও চারে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে। রিয়ান পরাগ দ্রুত ফিরে গেলেও ধ্রুব জুরেল ১২ বলে ৩১ ও শিমরন হেটমায়ার ১২ রান করে রাজস্থানের জয় নিশ্চিত করেছেন।


আরো পড়ুন

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

১৮ মে ২৫
বল হাতে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক হারপ্রীত ব্রার, বিসিসিআই

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ডেভন কনওয়ে। যুধভীর সিংয়ের স্লোয়ার ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়েছেন ১০ রান করা বাঁহাতি ওপেনার। একই ওভারে আউট হয়েছেন উর্ভিল প্যাটেলও। মিড অনে দাঁড়িয়ে কিউনা মাফাকা দারুণ ক্যাচ নিলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে। দ্রুত দুই উইকেট হারালেও রান তোলার গতি কমাননি আয়ুশ।


তুষার দেশপাণ্ডে, যুধভীর, মাফাকাদের বিপক্ষে একের পর এক বাউন্ডারিতে রান তুলতে থাকেন তরুণ এই ওপেনার। যদিও পাওয়ার প্লে শেষের আগে ফিরে যেতে হয় তাকে। দেশপাণ্ডের ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কাই মারতে চেয়েছিলেন আয়ুশ। তবে ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় ক্যাচ উঠে যায়। অনেকটা দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মাফাকা। দারুণ ব্যাটিং করতে থাকা আয়ুশ ড্রেসিং রুমের পথে হাঁটেন ৮ চার ও এক ছক্কায় ২০ বলে ৪৩ রানের ইনিংস খেলে। একটু পর ফিরেছেন অশ্বিন, জাদেজাও।


৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস ও শিভাম দুবে। বেশিরভাগ রানই এসেছে সাউথ আফ্রিকান ব্রেভিসের ব্যাট থেকে। তবে আয়ুশের মতো তাকেও ফিরতে হয়েছে হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই। আকাশ মাধওয়ালের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২৫ বলে ৪২ রান করা ব্রেভিস। পরবর্তীতে দুবের ৩৯ ও ধোনির ১৬ রানের সুবাদে ১৮৭ রানের পুঁজি পায় চেন্নাই। রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আকাশ ও যুধভীর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball