promotional_ad

আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড

ট্রাভিস হেড ও প্যাট কামিন্স, আইপিএল
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাবে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। যদিও আগামী ১৭ মে থেকে আবারও টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়েছে বিসিসিআই। যদিও সেখানে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড আইপিএলে খেলতে ভারতে ফিরতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

promotional_ad

দুজনই ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন। দুজনকে নিয়েই মঙ্গলবার ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৫ মে পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এনওসি ছিল। আইপিএল ৩ জুন পর্যন্ত বর্ধিত হওয়ায় অজি ক্রিকেটারদের এনওসির মেয়াদ বাড়াতে হচ্ছে।


আরো পড়ুন

আইপিএল ফাইনাল হতে পারে আহমেদাবাদে

৫ ঘন্টা আগে
আহমেদাবাদ স্টেডিয়াম, আইপিএল

কামিন্স সানরাইজার্স হায়দরবাদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। যদিও দলটি এরই মধ্যে প্লে অফ থেকে ছিটকে গেছে। কামিন্সের আইপিএলে ফেরা নিয়ে তার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল নিউজ কর্পকে মঙ্গলবার বলেছেন, 'প্যাট ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছে এবং তিনি ফিরে আসার বিষয়ে ভাবছেন।'


promotional_ad

সেই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান বেন অলিভার বলেছেন, 'এটি একটি ভিন্নরকমের পরিস্থিতি। তবে বোর্ড খেলোয়াড়দের তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে পরবর্তী দুই দিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করবে।'


আরো পড়ুন

কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টি, বাদ পড়ল হায়দরাবাদ

৬ মে ২৫
মাত্র ১৯ রান খরচায় তিন উইকেট নেন প্যাট কামিন্স , ফাইল ফটো

হায়দরাবাদের অন্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে হেনরিখ ক্লাসেন, ইশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস এবং উইয়ান মুল্ডার। তারা ফিরে আসবেন কিনা ভারতে এই ব্যাপারে এখনও নিশ্চিত জানা যায়নি। এর মধ্যে মুল্ডারও সাউথ আফ্রিকার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন।


আইপিএলের গত আসরের রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ। তারা এবার পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান করছে। ১১ ম্যাচে মাত্র তিনটি জয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে তারা। তাদের বাকি তিনটি ম্যাচই অ্যাওয়ে, যথাক্রমে লক্ষ্ণৌতে তারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে ১৯ মে। ২৩ মে বেঙ্গালুরুতে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ২৫ মে দিল্লিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball