promotional_ad

পাকিস্তান থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো পিএসএল

লাহোর কালান্দার্সের ক্রিকেটাররা, পিসিবি
দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রভাব পড়ল পাকিস্তান ক্রিকেট লিগেও। শুরুতে পুরো আসর করাচিতে সরিয়ে নেয়ার ভাবনা থাকলেও বিদেশি ক্রিকেটারদের প্রস্তাবে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

যদিও টুর্নামেন্টের বাকি থাকা ৮ ম্যাচের ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত করেনি পিসিবি। শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে বৃহস্পতিবার বিকেলে স্থগিত করে দেওয়া হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার রাতে অনুষ্ঠিতব্য ম্যাচ


আরো পড়ুন

আইপিএল আয়োজনের প্রস্তাবে ভারতকে ‘না’ সংযুক্ত আরব আমিরাতের

১ ঘন্টা আগে
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ফাইল ছবি

এরপর আবারও জরুরী সভায় বসে পিসিবি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা জেরে ৭ মে রাতে পাকিস্তানের সীমানে বেশ কিছু জায়গায় হামলা চালায় ভারত। এরপর ভারতেও পাল্টা হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার ঘটনা প্রভাবে নেয় নতুন মোড়। পাকিস্তানের বেশ কিছু জায়গায় ড্রোন হামলা করে ভারত।


promotional_ad

এতে ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে থাকা একটি রেস্টুরেন্টও। এরপরই মূলত পিএসএলে খেলতে থাকা বিদেশি ক্রিকেটাররা শঙ্কিত হয়ে পড়েন। দুপুরে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে আলোচনায় বসেন ৪২ বিদেশি ক্রিকেটার।


আরো পড়ুন

পিছিয়ে যেতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর

৫৭ মিনিট আগে
ফাইল ছবি

পিসিবি এক বিবৃতিতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ক্ষতির কথা স্বীকার করেছে। মহসিন নাকভি সেখানে বলেছেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময়ই খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের চরম দায়িত্বহীন কর্মকাণ্ডের প্রেক্ষিতে, যা স্পষ্টই পিএসএলকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।'


পিএসএলে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। সেই সঙ্গে বাংলাদেশের দুজন সাংবাদিকও সেখানে অবস্থান করছেন। বিসিবি নিয়মিত তাদের খোঁজ খবর নিচ্ছে। পিসিবিও তাদের সবরকমের সুরক্ষা দেয়ার চেষ্টা করছে বলে নিশ্চিত করেছেন নাকভি।


তিনি বলেন, 'টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত আমাদের স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের, যারা আমাদের সম্মানিত অতিথিও, তাদের ওপর সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত হামলা থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে। অতীতে বহু প্রতিকূলতা অতিক্রম করে ক্রিকেটের অগ্রযাত্রা ধরে রাখা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য ক্রিকেটারদের মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball