promotional_ad

পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি পেশাওয়ার জালমির ওয়েন

ফাইল ছবি
বিগ ব্যাশ মাতিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন মিচেল ওয়েন। পেশাওয়ার জালমির হয়ে খেলার সময় সুযোগ পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আঙুলের চোটে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ওয়েনকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

promotional_ad

চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে ডানহাতের আঙুলে চিড় ধরা পড়ে ম্যাক্সওয়েলের। সেই চোটে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জেতার পর প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছিলেন, পিএসএলের কারণে ভালো মানের বিকল্প ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। যদিও সেই পিএসএল থেকেই ম্যাক্সওয়েলের বিকল্প খুঁজে নিয়ে এলেন পন্টিং।


আরো পড়ুন

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

১ মে ২৫
বিসিসিআই

বিগ ব্যাশের সবশেষ আসরে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন ওয়েন। ১১ ম্যাচে ৪৫.২০ গড় ও ২০৩.৬০ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৫২ রান। হোবার্ট হারিকেন্সের হয়ে ফাইনালে মাত্র ৪২ বলে ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। যার ফলে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ ও পিএসএলে সুযোগ পান ডানহাতি এই ব্যাটার। যদিও পিএসএলে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি তিনি।


promotional_ad

পেশাওয়ারের হয়ে সাত ম্যাচে করেছেন মাত্র ১০১ রান। এমন পারফরম্যান্সের পরও ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ওয়েনকে দলে নিয়েছে পাঞ্জাব। এখনো পেশাওয়ারের হয়ে পিএসএল খেলছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। বাবর আজমদের টুর্নামেন্ট শেষ হলেই পাঞ্জাবের সঙ্গে যোগ দেবেন তিনি। ছয় দলের মাঝে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে পেশাওয়ার। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ৯ মে।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৫ মে ২৫
বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং

পেশাওয়ার যদি সেরা চারে জায়গা করে নেয় তাহলে চুক্তি অনুযায়ী ১৮ মে পর্যন্ত দলের সঙ্গে থাকতে হবে তাকে। এদিকে ১৬ মে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব। মেগা নিলামে নাম দেয়ায় বিকল্প ক্রিকেটার হিসেবে খেলার অনুমতি পাবেন ওয়েন। পেশাওয়ার যদি সেরা চারে উঠতে না পারে তাহলে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ থাকবে তার।


পিএসএল শুরুর আগে পেশাওয়ার ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারের বিকল্প হিসেবেই ওয়েনকে দলে টানে পেশাওয়ার। যার ফলে বশকে লিগ্যাল নোটিশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি এক বছরের জন্য পিএসএলে তাকে নিষিদ্ধও করা হয়েছে। পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন বশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball