‘আইপিএলে লম্বা সময় খেলতে হলে কোহলিকে অনুসরণ করো’, বৈভবকে শেবাগ

ছবি: বিরেন্দর শেবাগ (বামে), বৈভব সূর্যবংশি (ডানে), ফাইল ফটো

বৈভবের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। নিলামের টেবিলে অন্য দলগুলোর সঙ্গে রীতিমতো লড়াই করে এক কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বনে যান তিনি।
আসরের প্রথম ভাগে সুযোগ না পেলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুযোগ পান তিনি। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে তিনটি ছক্কা ও দুটি চারে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেকেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও বৈভবকে সুযোগ দেয় দল। বেঙ্গালুরুতে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় সেদিন দুই ছক্কায় ১২ বলে ১৬ রান করেন তিনি। অল্প বয়সে বেশি খ্যাতি পেয়ে যাওয়া বৈভবকে নিয়ে চিন্তিত শেবাগ। ভারতের বিশ্বকাপজয়ী ওপেনারের মতে, এই ক্রিকেটারকে লম্বা সময় আইপিএল খেলতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে এখন থেকেই।
তিনি বলেন, 'যদি আপনি এটা জেনে মাঠে যান যে, ভালো পারফরম্যান্সের জন্য আপনার প্রশংসা করা হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনা হবে, তাহলে আপনি মাঠেই থাকবেন। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি, যারা এসেই একটি বা দুটি ম্যাচ খেলে খ্যাতি অর্জন করে। তারপর তারা কিছুই করতে পারে না। কারণ তারা মনে করে, তারকা খেলোয়াড় হয়ে উঠেছে।'
'বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে তাকান, সে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। সে ১৮ আসরের সবগুলোতে খেলেছে। এটাই তার (বৈভব) অনুসরণ করার চেষ্টা করা উচিত। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, এখন সে কোটিপতি, তার দুর্দান্ত অভিষেক হয়েছে, প্রথম বলেই সে ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা তাকে দেখতে পাব না।'