১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

ছবি: ১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

আইপিএলে সাতটি ম্যাচ খেলে ফেলেছে ধোনির চেন্নাই। এর মধ্যে কেবল দুটি ম্যাচে জিতেছে দলটি। প্রথম ম্যাচ জয় দিয়ে আইপিএল শুরু করার পর একটানা পাঁচটি ম্যাচ হেরেছে দলটি। এরপর গত রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে তারা। পয়েন্ট টেবিলে এখনও তলানিতে ধোনির দল।
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি
৩ ঘন্টা আগে
ম্যাচ শেষে ধোনি বলেন, 'আগের ম্যাচগুলোয় বোলিং করার সময় প্রথম ছয় ওভারে আমাদের ভুগতে হয়েছে। মাঝের ওভারগুলোয় আমরা হয়তো ভাল বল করেছি, কিন্তু আবার ব্যাট করার সময়েও আমরা ভালো শুরু করতে পারিনি। এটা হয়তো চেন্নাইয়ের উইকেটের জন্য। চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমরা বরং অ্যাওয়ে ম্যাচে ভালো খেলেছি। ভালো উইকেট পেলে আমরা হয়তো ভালো খেলব। ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে।'

'প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি বোলার দরকার ছিল। আমরা অশ্বিনের ওপর বেশি চাপ দিয়ে ফেলছিলাম। প্রথম ছয় ওভারে ওকেই দু’ওভার করতে হচ্ছিল। মনে হচ্ছে এই বোলিং আক্রমণটা বেশি ভালো।'
নুর-ব্রেভিস-দুবের সৌজন্যে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়লেন ধোনি
১৩ ঘন্টা আগে
এই ম্যাচে চেন্নাই সুযোগ দিয়েছে তরুণ ব্যাটার শাইক রাশিদকে। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বলে ২৭ রানের ক্যামিও খেলে ফিরে যান তরুণ এই ওপেনার। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে ধোনি।
'ও (রাশিদ) আজ সত্যি দারুণ ব্যাটিং করেছে। গত কয়েক বছর ধরেই ও আমাদের সঙ্গে রয়েছে। ওর মধ্যে উন্নতির ছাপ দেখেছি। এই বছর নেটে ও খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে বদল করার দরকার ছিল। ও সফল হয়েছে। কিন্তু এটা সবে শুরু। বোলারদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা ওর আছে। অন্যরা যারা শুধুই ব্যাট করতে হবে বলে নামে, ও তাদের মতো নয়।'
১১ বলে অপরাজিত ২৬ রান করা ধোনিকেই ম্যাচের সেরার পুরষ্কার দেয়া হয়েছে। এ নিয়ে আইপিএলে ১৮ বার ম্যাচের সেরা হলেন ধোনি। যদিও এই পুরস্কার পেয়ে অবাক ধোনি। ম্যাচে চার ওভারে মাত্র ১৩ রান দেয়া নুর আহমেদ ম্যাচসেরা হবে বলে প্রত্যাশা ছিল তার, 'জানি না কেন আজকে আমাকে এই পুরস্কার দেওয়া হল। নুর তো খুবই দারুণ বল করেছে।'