promotional_ad

আইপিএল শেষ রুতুরাজের, আবার চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

ফাইল ছবি
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেই আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সেরে ওঠায় উইকেটকিপার ব্যাটার হিসেবেই খেলতে হয়েছে তাকে। পাঞ্জাব কিংসের বিপক্ষেও চিত্র ছিল একই। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে আইপিএল থেকে ছিটকে গেছেন রুতুরাজ। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে ধোনিকে দায়িত্ব দিয়েছে চেন্নাই।

promotional_ad

গৌহাটিতে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে কনুইয়ে চোট পেয়েছিলেন রতুুরাজ। পেসার তুষার দেশপাণ্ডের শর্ট ডেলিভারিতে কনুইয়ে ব্যথা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ব্যাটিং করেছেন তিনি। চেন্নাইকে জেতাতে না পারলেও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ। পরের ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলন করতে পেরেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক। গুঞ্জন ছিল দিল্লির বিপক্ষে ম্যাচটা মিস করতে পারেন তিনি। 


আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১১ ঘন্টা আগে
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

যদিও দিল্লির পাশাপাশি পাঞ্জাবের ম্যাচেও খেলেছেন রুতুরাজ। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মাঝের সময়ে রুতুরাজের কনুইয়ের এক্স-রে এবং এমআর আই করানো হয়েছে। চিড় ধরা পড়ায় আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ব্যাটার। কলকাতার বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন স্টিফেন ফ্লেমিং।


promotional_ad

এ প্রসঙ্গে চেন্নাইয়ের প্রধান কোচ বলেন, ‘সে (রুতুরাজ) গৌহাটিতে ব্যথা পেয়েছিল। এখনও কনুইয়ে তার প্রচুর ব্যথা রয়েছে। আমরা এক্স-রে করিয়েছি কিন্তু কিছুটা ধোঁয়াশা ছিল। পরবর্তীতে এমআর আই করানো হয় এবং যেখানে তার কনুইয়ের রেডিয়াল নেকে চিড় ধরা পড়েছে। আমরা সবাই হতাশ। খেলার জন্য সে চেষ্টা করেছে যা আমরা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।’ 


আরো পড়ুন

দুবের দৃঢ়তা ও ধোনির ক্যামিওতে ৫ ম্যাচ পর চেন্নাইয়ের জয়

২১ ঘন্টা আগে
চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি, আইপিএল

রুতুরাজ ছিটকে যাওয়ায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। সবমিলিয়ে চেন্নাইকে ২৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে ১৪২টি ম্যাচে জয় পেয়েছে তারা। অধিনায়ক হিসেবে চেন্নাইকে পাঁচটি শিরোপাও এনে দিয়েছেন ধোনি। মাঝে ২০২২ সালে অধিনায়কত্ব সরে দাঁড়িয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দিলেও দল হিসেবে ভালো করতে পারেনি তারা। 


পরবর্তীতে টুর্নামেন্টের মাঝ পথেই আবারও অধিনায়ক করা হয় ধোনিকে। ২০২৪ আইপিএলের আগে অবশ্য আবারও সরে দাঁড়ান তিনি। নেতৃত্বভার তুলে দেয়া হয় রুতুরাজের কাঁধে। সবশেষ আসরে ভালো করতে না পারা চেন্নাই চলতি মৌসুমেও পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। এমন অবস্থায় অধিনায়ক হচ্ছেন ধোনি। ডানহাতি ব্যাটারের অধিনায়ক হওয়া নিয়ে ফ্লেমিং বলেন, ‘আমাদের একজন আনক্যাপড ক্রিকেটার আছে। এমএস ধোনি আইপিএলের বাকি অংশের জন্য অধিনায়কের দায়িত্ব নেবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball