promotional_ad

বেঙ্গালুরুতে গুজরাটকে জেতালেন সিরাজ

বেঙ্গালুরুতে গুজরাটকে জেতালেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো
১৫ ওভারে ১০৫ রান করলেও ২০ ওভারে আট উইকেটে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও জস বাটলারের ঝড়ো ইনিংসের সামনে পাত্তাই পায়নি বিরাট কোহলি-রজত পাতিদারের দলটি। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে আট উইকেটে হেরেছে বেঙ্গালুরু।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরুর এক সময় রান ছিল ১৫ ওভারে ১০৫। সেখান থেকে শেষ পাঁচ ওভারে ৬৪ রান তুলেছে দলটি। তার মধ্যে শেষ তিন ওভারে দলটি নিয়েছে ৪০ রান। এর মাঝে রশিদ খানের এক ওভারেই দলটি নেয় ২০ রান।


আরো পড়ুন

চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত

২৯ মার্চ ২৫
চেন্নাইয়ের বিপক্ষে আফ সেঞ্চুরি করেন রজত পাতিদার, ফাইল ফটো

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। ৪২ রানে দলটি হারায় ৪ উইকেট। ১০৪ রানে হারায় ৬ উইকেট। শুরুতে কোহলি আউট হন মাত্র ৭ রান করে। এরপর নিজের দুই ওভারে ফিল সল্ট (১৪) এবং দেবদূত পাড়িকালকে (৪) বোল্ড করেন মোহাম্মদ সিরাজ।


ইশান্ত শর্মার বলে রজত লেগ বিফোর উইকেটের শিকার হন ১২ রান করে। শেষদিকে লিয়াম লিভিংস্টোন করেন ৪০ বলে ৫৪ রান। ২১ বলে ৩৩ রান করে তাকে ভালো সঙ্গ দেন জিতেশ শর্মা। চতুর্থ উইকেটে এই দুজন ৫২ রানের জুটি গড়েন।



promotional_ad

শেষদিকে টিম ডেভিড ১৮ বলে ৩২ রান করেন। তাকে বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। মাঝে ক্রুনাল পান্ডিয়াকে কট এন্ড বোল্ড করেন সাই কিশোর। গুজরাটের হয়ে সিরাজ নেন ৩ উইকেট। গত আসর পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে খেলা এই পেসার ম্যাচটিতে ম্যাচসেরা হন।


আরো পড়ুন

বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন সিরাজ

১২ ঘন্টা আগে
বেঙ্গালুরুতে ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

প্রথম দুই ম্যাচ জেতা বেঙ্গালুরুর বিপক্ষে এ দিন সতর্ক শুরু করে গুজরাট। ১৪ বলে ১৪ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ফিরে যান গিল। এরপর সাই সুদর্শন ও বাটলার সমানতালে এগিয়ে যেতে থাকেন। ৩৬ বলে ৪৯ রান করে জস হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সুদর্শন।


বাটলার ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে নামা শারফানে রাদারফোর্ড ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ১৭.৫ ওভারে ম্যাচ জিতে গুজরাট। মৌসুমে এটি তাদের দ্বিতীয় জয়, এর আগে একটি ম্যাচ হেরেছে তারা।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball