আইপিএলে এবার ৩০০ রানের সম্ভাবনাও দেখছেন গিল

ছবি: সেঞ্চুরির পথে শুভমান গিল, ফাইল ফটো

গুজরাট টাইটান্স অধিনায়কের ধারণা, এবারের আইপিএলেই দেখা যেতে পারে ইনিংসে তিনশ রানের ম্যাচ। মূলত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণেই কোনো দলের জন্য তিনশ রান স্পর্শ করা সহজ বলে মনে করেন গিল।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
বাড়তি একজন ব্যাটার শেষ মুহূর্তে দলকে অতিক্রম করাতে পারেন সেই 'ম্যাজিকাল ফিগার'। গতবারের আইপিএলে হায়দরাবাদ অবশ্য তিনশ স্পর্শ করেই ফেলেছিল। ট্রাভিস হেডের সেঞ্চুরির ম্যাচে হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম ও আব্দুল সামাদরা অবশ্য তা পারেননি।

এবারের তিনশ ছোঁয়ার সম্ভাবনা নিয়ে গিল বলেন, 'খেলাটির গতি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যে, মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান করতে পারি। গত বছর আমরা কয়েক দফায় খুব কাছাকাছি গিয়েছিলাম। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও বিনোদনদায়ী করে তুলেছে।'
স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর অধিনায়ক নিষিদ্ধ হবেন না
৬ ঘন্টা আগে
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত তিনশ রান দেখা গেছে তিনবার। ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ রান তোলে বারোদা।
এ ছাড়া গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ওভারে ৩৪৪ রান তোলে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় দলীয় সংগ্রহের রেকর্ড সেটি।