promotional_ad

বুমরাহকে ছাড়া খেলা চ্যালেঞ্জ হবে মানছেন জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনে ও জসপ্রিত বুমরাহ
গত জানুয়ারি থেকেই পিঠের চোটে ভুগছেন জসপ্রিত বুমরাহ। এই চোটের ফলে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। সামনেই আইপিএল। এই ফ্র্যাঞ্চাইজি লিগে বুমরাহ শুরু থেকেই খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। কদিন আগেই জানা গেছে মার্চে আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হচ্ছে না বুমরাহর।

promotional_ad

মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে মনে করেন বুমরাহকে ছাড়া খেলা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপাতত মুম্বাই দলের ম্যানেজমেন্ট বিসিসিআইয়ের মেডিক্যাল দলের বার্তার অপেক্ষায় আছেন। জয়াবর্ধনে এই পেসারকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তার মতে বেশ ভালো অবস্থানেই আছেন বুমরাহ। দ্রুতই তার ফেরার আশায় আছে ফ্র্যাঞ্চাইজিটি।


আরো পড়ুন

মার্চে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই

১৪ মার্চ ২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহ

জয়াবর্ধনে বলেছেন, 'বুমরাহ সবেমাত্র তার অগ্রগতি শুরু করেছে। আমরা তাদের (বিসিসিআই মেডিক্যাল দল) কাছ থেকে বুমরাহ সম্পর্কে ফিডব্যাক কী আসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে, সবকিছু ভালোই চলছে। তবে, অবশ্যই এটি প্রতিদিনের ভিত্তিতে নির্ভর করবে কেমন উন্নতি করে সে। তার ভালো অগ্রগতি হচ্ছে। তাকে না পাওয়া একটি চ্যালেঞ্জ। সে বিশ্বের সেরা বোলারদের একজন এবং সে অনেক বছর ধরে আমাদের জন্য দারুণ পারফর্ম করে চলেছে।'



promotional_ad

জয়াবর্ধনে আশাবাদী বুমরাহর অবর্তমানে অন্য কেউ ঘুরে দাঁড়াবেন। তিনি বলেছেন, 'আমাদের অপেক্ষা করতে হবে অথবা অন্য কাউকে এগিয়ে আসার সুযোগ খুঁজে বের করে দিতে হবে। আমি এটাকে এমনভাবে দেখি। আমাদের বেশ কিছু জিনিস চেষ্টা করতে হবে এবং দেখতে হবে এটা কীভাবে কাজ করে। শুরুর দিকেই আমাদের বের করতে হবে কে তার বিকল্প হবে।'


আরো পড়ুন

চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার

৪ ঘন্টা আগে
প্রথম ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া (ডানে), নেতৃত্বে সূর্যকুমার যাদব (বামে), ফাইল ফটো

চলতি মাসে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। এর মধ্যে দুটি তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করবে মুম্বাই। এরপর তারা ২৯ মার্চ আহমেদাবাদে খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। আর ৩১ মার্চ ঘরের মাঠ ওয়াংখেড়েতে তারা খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। মুম্বাইয়ের এই তিন ম্যাচে খেলা হচ্ছে না বুমরাহর। এপ্রিলের শুরুতে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।



আগামী ৪ এপ্রিল তারা লক্ষৌয়ের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ দিয়ে আইপিএলে প্রত্যাবর্তন হতে পারে বুমরাহর। যদিও বুমরাহ মুম্বাইয়ের হয়ে কবে মাঠে ফিরতে পারবেন এই ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ক্লিয়ারেন্সের ওপর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball