‘দলের স্বার্থ সবার আগে’, লক্ষ্ণৌয়ের ক্রিকেটারদের বার্তা পান্তের

ছবি: ম্যাচ জার্সি নিয়ে ঋষভ পান্তের সঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার, মেন্টর জ়হির খান এবং দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা, ফাইল ফটো

লক্ষ্ণৌ এ বার দলে টেনেছে ডেভিড মিলার, এইডেন মার্করাম, মিচেল মার্শদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। সবাইকে দলের স্বার্থ আগে বিবেচনা করার কথা মনে করিয়ে দিলেন পান্ত। একইসাথে মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেয়ার আহ্বান জানান তিনি।
‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ
৬ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজ়ির পেজে দেয়া এক ভিডিও বার্তায় পান্ত বলেন, 'আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকে নিজেদের স্বাধীন ভাবে মেলে ধরতে পারবে। বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন। কারণ এই কাজের জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের থেকে সমান প্রচেষ্টা চাই। শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়, প্রত্যেক ক্রিকেটারের সাহায্য ছাড়া এই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।'

এদিকে মিলার, মার্করাম, নিকোলাস পুরানদের মতো সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতাও যথেষ্ট কাজে আসবে বলে মনে করছেন বাঁহাতি এই উইকেটরক্ষক-ব্যাটার। টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতার ওপরও ভরসা আছে তার।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
পান্ত আরও বলেন, 'শুধু ক্রিকেটাররা নয়, দল পরিচালনা বিভাগেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পুরান, মার্করাম, মিলারদের মতো সিনিয়ররা রয়েছে। তরুণদের সঙ্গে আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। দলের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। পরের বার সুযোগ পাব কি পাব না, তা নিয়ে ভাবা চলবে না।'
এবারের আইপিএলে লক্ষ্ণৌয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পুরোনো দলের বিপক্ষে ম্যাচ দিয়েই লক্ষ্ণৌতে নিজের যাত্রা শুরু করবেন পান্ত।