promotional_ad

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় বশকে আইনি নোটিশ

এমআই কেপ টাউনের জার্সিতে করবিন বশ, ফাইল ফটো
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল করবিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন তিনি। যার ফলে এবার আইনি নোটিশ পেতে হলো তাকে।

promotional_ad

চোটে পড়ায় আইপিএলের আগামী মৌসুমে খেলা হচ্ছে না লিজাড উইলিয়ামসের। তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার আরেক পেস বোলিং অলরাউন্ডার বশকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে।


আরো পড়ুন

পিএসএল বাদ দিয়ে আইপিএলে, এক বছর নিষিদ্ধ বশ

১১ এপ্রিল ২৫
এম আই ক্যাপটাউনের জার্সিতে করবিন বশ

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’


এদিকে এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ হয়নি বশের। যদিও একটা সময় রাজস্থান রয়্যালসের রিজার্ভ ক্রিকেটার ছিলেন তিনি। ৩০ বছর বয়সী বশ অবশ্য এমআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খানিকটা পরিচিতই। চলতি বছরে হওয়া এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করতে ৮.৬৮ ইকনোমি রেটে ১১ উইকেটও নিয়েছিলেন পেস বোলিং এই অলরাউন্ডার। 


promotional_ad

একই দলের হয়ে খেলবেন বশের জাতীয় দলের সতীর্থ রায়ান রিকেলটন। তৃতীয় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন বশ। আগে থেকেই আছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাজ বাওয়া। এমআই কেপটাউনের হয়ে শিরোপা জেতার পর সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা করে নিয়েছেন বশ। 


আরো পড়ুন

‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’

২ ঘন্টা আগে
৬ উইকেট নিয়ে পিএসএলে ফজল মাহমুদ ক্যাপের মালিক এখন রিশাদ হোসেন, লাহোর কালান্দার্স

এসএ টি-টোয়েন্টি লিগের বাইরে এমজানসি সুপার লিগ (এমএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন বশ। ২০২২ সালে বার্বাডোজ রয়্যালসের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি ডেথ ওভারেও বোলিং করেছিলেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার। ফলে মুম্বাইয়ের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের শক্তি বাড়াবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।


সব মিলিয়ে ৮৬ টি-টোয়েন্টিতে  ৮.৩৮ ইকনোমি রেটে ৫৯ উইকেট নিয়েছেন বশ। এ ছাড়া ১১৩.৩৩ স্ট্রাইক রেটে ৬৬৩ রান করেছেন তিনি। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball