৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার

ছবি: রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় চেতন সাকারিয়ার, ফাইল ছবি

২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার হিসেবে আইপিএলের ছায়াতলে এসেছিলেন সাকারিয়ার। পরের বছরই অবশ্য ভাগ্যের চাকা ঘরে যায় ২৭ বছর বয়সী এই পেসারের। নিলাম থেকে সাকারিয়াকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নদের হয়ে সেবার ১৪ ম্যাচ খেলেছিলেন তিনি। ৮.১৯ ইকনোমি রেটে নিয়েছিলেন ১৯ উইকেট।
মার্চে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই
১০ ঘন্টা আগে
সাকারিয়ার সঙ্গে সেবার মুস্তাফিজুর রহমানও খেলেছিলেন রাজস্থানে। দুই বাঁহাতি পেসার মিলে প্রতিপক্ষের ব্যাটারদের ভড়কে দিয়েছিলেন। রাজস্থানের হয়ে ভালো করে ভারতের জার্সিতেও সুযোগ পেয়ে যান সাকারিয়া। ভারতের হয়ে এক ওয়ানডে ২ উইকেট এবং দুই টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছেন তিনি। এদিকে ২০২২ সালে অবশ্য রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে চলে যান বাঁহাতি এই পেসার। ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নয় তারা।

দিল্লির হয়ে নিজের প্রথম মৌসুমে অবশ্য তিন ম্যাচের বেশি খেলা হয়নি তার। পরের মৌসুমে খেলেছিলেন মাত্র দুই ম্যাচ। ২০২৪ সালে সাকারিয়াকে মাত্র ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা। যদিও হার্শিত রানা, মিচেল স্টার্কদের ভিড়ে ম্যাচ খেলার সুযোগ হয়ে উঠেনি তার। ছন্দহীনতায় আলোচনার বাইরে চলে যাওয়া সাকারিয়া বিপাকে পড়েন চোট নিয়ে। বোলিং আর্ম অর্থাৎ বাঁহাতি কবজিতে চোট পেয়েছিলেন তিনি।
আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন-মুস্তাফিজরা
১২ মার্চ ২৫
ধারণা করা হচ্ছিল, আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন না বাঁহাতি এই পেসার। তবে ১৩ মাসের লড়াই শেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকারিয়া। মুম্বাইয়ের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন তিনি। এমনটা দেখে তাকে নেট বোলার হিসেবে ডেকে নিয়েছে কলকাতা। পুরো মৌসুমে নেট বোলার হিসেবে থাকলে ২ লাখ রুপি পাবেন সাকারিয়া। অথচ একটা সময় বাঁহাতি পেসারের দাম ছিল ৪ কোটি ২০ লাখ রুপি।
টাকার বাইরে কলকাতায় পাওয়া সুযোগকেই অবশ্য আর্শীবাদ হিসেবে মানতে পারেন সাকারিয়া। স্পেন্সার জনসন, অ্যানরিখ নরকিয়াদের বোলারদের পাশাপাশি বোলিং কোচ অরুন, মেন্টর ডোয়াইনে ব্রাভো, প্রধান কোচ চন্দ্রাকান্ত পণ্ডিত এবং সহকারী কোচ ওটিস গিবসনের কাছ থেকে শেখার সুযোগ পাবেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন কোনো পেসার চোটে পড়লে স্কোয়াডেও সুযোগ মিলতে পারে তার।