
ছিটকে গেলেন উমরান, ‘নেট বোলার’ থেকে স্কোয়াডে সাকারিয়া
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে না উমরান মালিকের গতির ঝড়। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে।