প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

ফ্র্যাঞ্চাইজি লিগ
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
জস বাটলার ও সাঞ্জু স্যামসন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এই টুর্নামেন্টে খেলার সুবাদে অনেক দেশি বিদেশি ক্রিকেটার পরিবারের মতো হয়ে ওঠেন। অনেক ফ্র্যাঞ্চাইজিও ক্রিকেটারদের ঘরের ছেলে করে নেয়। বিরাট কোহলি তো আইপিএলের শুরু থেকেই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তাকে ছাড়া বেঙ্গালুরু দল কল্পনাও করা যায় না। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি এখনও চেন্নাই সুপার কিংস দলের প্রাণ ভোমরা।

ব্যাপারটি প্রায় একই সাঞ্জু স্যামসনের ক্ষেত্রে। তার কথাই ধরুন রাজস্থান রয়্যালসের হয়ে ৭ বছর ধরে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। গেল কয়েক আসর ধরে দলটির অধিনায়কত্বের ভারও সামলাচ্ছেন তিনি। একই দলে ৭ বছর খেলেছেন জস বাটলারও। এবারের মেগা নিলামের আগে স্যামসনকে ধরে রাখলেও বাটলারকে ছেড়ে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

আইপিএলের নতুন একটি আসরের আগে প্রিয় বন্ধু বাটলারকে মিস করছেন স্যামসন।  সুযোগ থাকলে আইপিএল থেকে প্রিয় বন্ধু বাটলারের জন্য ক্রিকেটার ছেড়ে দেয়ার নিয়মটি বাদ দিতেন বলেও জানিয়েছেন  স্যামসন। রাজস্থানের হয়ে অধিনায়কত্বের শুরুর দিকে বাটলারের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন বলেও স্বীকার করেছেন এই মারকুটে ব্যাটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাটলারকে নিয়ে স্যামসন বলেন, ‘আইপিএল শুধুমাত্র দলকে নেতৃত্ব দেয়ার এবং সর্বোচ্চ স্তরে খেলার সুযোগই দেয় না, এর ফলে গড়ে ওঠে অনেক ভালো বন্ধুত্ব। জস বাটলার খুব ভালো বন্ধু ছিল আমার। একসঙ্গে ৭ বছর খেলেছি, একে অপরকে খুব ভালো ভাবে চিনতাম। আমি যখন দলের ক্যাপ্টেন হই, তখন আমায় অনেক সাহায্য করেছেন জস।’

আইপিএলের এবারের আসরের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। স্যামসনের সঙ্গে দলটি রিটেইন করেছিল ইয়াসভি জয়সাওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও সন্দ্বীপ শর্মাকে। বিদেশিদের মধ্যে তারা রিটেইন করেছিল শুধু হেটমায়ারকে। আর বাটলারকে আইপিএলের নিলাম থেকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।

স্যামসনের ধারণা আইপিএলের দল বদলের কারণে অনেক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাজস্থানের অধিনায়ক বলেছেন, ‘আইপিএলে যদি কিছু পরিবর্তন করতে পারতাম, তাহলে এই প্লেয়ার ছেড়ে দেওয়ার নিয়মটা পাল্টে ফেলতাম আমি। এতে অনেক সম্পর্ক নষ্ট হয়।’ 

আরো পড়ুন: সাঞ্জু স্যামসন