promotional_ad

এখনও প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা

সিলেটের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ঢাকার ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।

promotional_ad

এবারের আসরে ঢাকার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। আসরে নিজেদের খেলা প্রথম ছয়টি ম্যাচেই হেরে যায় ঢাকা। সপ্তম ম্যাচে জয়ে ফিরে পেরেরা দল। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে উড়িয়ে দেয় তারা।


আরো পড়ুন

লিটন অবশ্যই ঘুরে দাঁড়াবে: থিসারা

৩ জানুয়ারি ২৫
থিসারা পেরেরা হাত মেলাচ্ছেন খুলনার ক্রিকেটারদের সঙ্গে, ক্রিকফ্রেঞ্জি

পরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও নবম ম্যাচে ঠিকই জয় পেয়েছে ঢাকা। এই জয়ে সপ্তম স্থান থেকে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি। এবার দলটির স্বপ্ন শেষ তিনটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়া।


ম্যাচ শেষে গণমাধ্যমে পেরেরা বলেন, 'আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।'



promotional_ad

'আমরা যদি এভাবে খেলতে থাকি… এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।'


আরো পড়ুন

রাজশাহীকে বিদায় করে এলিমিনেটরে খুলনা

১ ফেব্রুয়ারি ২৫
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে খুলনা টাইগার্স, ক্রিকফ্রেঞ্জি

সিলেটের বিপক্ষে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা। যদিও এই ম্যাচে শুরুতে ১৬০ রানে সন্তুষ্ট থাকতে চেয়েছিল দলটি। কিন্তু লিটনের ৪৮ বলে ৭০ এবং পেরেরা ১৭ বলে ৩৭ রানের ইনিংসে ম্যাচের চেহারা বদলে যায়।


বল হাতে দুই উইকেট নেয়া পেরেরা আরও বলেন, 'ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। মৌলিক কাজ করে গেছি। ব্যাটিং লাইন আপের পরের দিকে তো আমাদের ‘পাওয়ার হাউজ’ আছেই।'



'আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball