promotional_ad

বিপিএলে ‘দ্বিতীয় জীবন’ খুঁজছেন বসিস্তো

মমিনুল ইসলাম
বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন উইলিয়াম বসিস্তো, ক্রিকফ্রেঞ্জি
বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার! তাঁর ঠিক পাশেই গল্প করছেন এনামুল হক বিজয় ও উইলিয়াম বসিস্তো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে আইসিসির ক্যামেরায় বন্দী করা এমন ছবি হয়ত ইতোমধ্যে আপনি বেশ ক’বার দেখে ফেলেছেন। ছবির পেছনের গল্পটা একটু বলে নেয়া যাক। ২০১২ যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের ঘটনা! বাংলাদেশের ১৭১ রানের জবাবে তখন ব্যাটিং করছিলেন বসিস্তো ও পিয়ারসন।

promotional_ad

ইনিংসের ১১তম ওভারের পঞ্চশ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সৌম্য। পঞ্চম বল করার জন্য যখন বোলিং মার্ক থেকে দৌড়ে এসে আম্পায়ারকে অতিক্রম করলেন, ততক্ষণে পপিং ক্রিজ ছেড়ে গেছেন পিয়ারসন। অস্ট্রেলিয়ার ব্যাটারের এমন কাণ্ড দেখে বল না ছুঁড়ে স্টাম্পের বেলস ফেলে দেন সৌম্য। অধিনায়ক বিজয় তখন মানকাড আউটের জন্য আবেদন করেন। যদিও আউটটা যাতে না নেয়া হয় সেটার জন্য বাংলাদেশের অধিনায়কের সঙ্গে খানিকটা সময় কথা বলেন বসিস্তো। 


অনফিল্ড আম্পায়ারও বিজয়কে বোঝানোর চেষ্টা করলেন! তবে তাদের দুজনের কথায় কান না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেন বিজয়। শেষ পর্যন্ত মানকাড আউট হয়ে ফিরতে হয় পিয়ারসনকে। সেই ম্যাচে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিলেন বসিস্তো। সেদিনের কথা বিজয় কিংবা সৌম্যর মনে আছে কিনা জানা নেই। তবে সেই ঘটনা এখনও মনে আছে এই অস্ট্রেলিয়ানের। বিপিএল খেলতে এসে সেই কথা আরও একবার মনে করলেন বসিস্তো। 


ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়াকে যুব বিশ্বকাপে নেতৃত্ব দেয়া এই ব্যাটার বলেন, ‘আমার খুব বেশি কিছু মনে নেই। তবে বাংলাদেশের সেই ম্যাচের নির্দিষ্ট একটি ঘটনা আমার এখনও মনে আছে। আমাদের ইনিংসে মানকাডের একটা ঘটনা ঘটেছিল। সেটা আমার মনে আছে। বিজয় তো তখন বাংলাদেশের অধিনায়ক ছিল। মিরপুরে আসার পর তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা আমাদের ক্রিকেটীয় জার্নির কথাও শেয়ার করেছি।’


২০১২ যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেও বসিস্তোর কথা যেন ভুলতে বসেছেন ক্রিকেট সমর্থকরা। অনেকে হয়ত পুরোপুরি ভুলেও গেছেন! অথচ বসিস্তোর অধীনে খেলা ট্রাভিস হেড, ক্যামেরন ব্যানক্রফট, অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নার, কার্টিস প্যাটারসনরা হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটের তারকা। হেড তো জাতীয় দলের পাশাপাশি বিগ ব্যাশ, আইপিএল দিয়ে নিজের নাম খোদাই করে ফেলেছেন। বাকিরা বিগ ব্যাশের নিয়মিত ক্রিকেটার। 


promotional_ad

অথচ সবশেষ চার বছরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই বসিস্তো। ২০২১ সাল থেকে ডানহাতি ব্যাটার খেলে বেড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম সারির কিছু টুর্নামেন্টে। সেই গল্প শুনিয়ে বসিস্তো বলেন, ‘এমন না যে আমি কোন ক্রিকেটের মধ্যে ছিলাম না। এই চার বছরে আমি অনেক ক্রিকেট খেলেছি কিন্তু কোন প্রতিযোগিমূলক টুর্নামেন্ট কিংবা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারিনি। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বেশি কিছু প্রিমিয়ার টুর্নামেন্টে খেলেছি।’


কদিন আগে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেকে নতুন করে চিনিয়েছেন বসিস্তো। কার্নালি ইয়াকসের হয়ে ৭ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ১৯৪ রান করেছিলেন। ডানহাতি অফ স্পিনে ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। নেপালের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বলেন, ‘নেপালে সুযোগটা আমার জন্য দারুণ ব্যাপার ছিল। কারণ সেখানে আমি আমার স্কিল দেখাতে পেরেছি। টুর্নামেন্টটা সবাই দেখেছে।’


নেপালে ভালো খেলা বসিস্তোর বিপিএল যাত্রার গল্পের শুরুটা হয় গত বছরের ডিসেম্বরে। মেলবোর্নে ইমরুল কায়েসের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেট খেলেছিলেন বসিস্তো। সেখানে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। যোগাযোগ রাখার পাশাপাশি ইমরুল কাছের সুযোগও চেয়েছিলেন তিনি। বসিস্তোর ব্যাটিং দেখে মিচেল মার্শের সঙ্গে কথা বলেছিলেন ইমরুল। সেই সঙ্গে তাকে বসিস্তোকে দলে নেয়ার কথা জানান মার্শ। 


এমন অবস্থায় অস্ট্রেলিয়ান ব্যাটারের ব্যাটিংয়ের ভিডিও এনে খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়েরকে দেখান ইমরুল। তালহা ব্যাটিং পছন্দ করায় কয়েকদিনের মাঝে বসিস্তোর সঙ্গে চুক্তি করে খুলনা। এভাবেই প্রথমবারের মতো বিপিএলের দরজা খুলে বসিস্তোর। সেই গল্প শুনিয়ে তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বরে মেলবোর্নে আমি ইমরুলের সঙ্গে একটা টুর্নামেন্ট খেলেছিলাম। আমাদের দুজনের জন্যই সেটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ইমরুলের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম।


‘সে আমাকে তখনই বলেছিল বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ আসতে পারে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সুযোগ হতে পারে। পার্থ স্কচার্স এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটে মিচেল মার্শ আমার অধিনায়ক ছিল। মার্শ তখন ইমরুলকে আমার কথা বলে। এভাবেই বিপিএলে খেলার সুযোগটা এলো।’


বিপিএলে নিজের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় জীবন খুঁজছেন বসিস্তো। অস্ট্রেলিয়ার ব্যাটারের বিশ্বাস বিপিএল দিয়ে নতুন সূচনা পাবেন তিনি। বসিস্তো বলেন, ‘বিপিএলকে আমি কখনই ভুলব না। এখন পর্যন্ত আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যেকোন সময় বাংলাদেশে এসে এদেশের সংস্কৃতি, দারুণ ক্রিকেট সমর্থকদের অভিজ্ঞতা নিতে পারলে আমি নিজেকে সম্মানিত মনে করব। খুলনার হয়ে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। আবারও বিপিএলে খেলতে আসতে পারলে ভালো লাগবে। আমি বিপিএল দিয়ে দ্বিতীয় জীবন শুরু করতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball