বরিশালের মোমেন্টাম ফিরিয়ে আনতে চান মেয়ার্স

ছবি: গণমাধ্যমে কথা বলছেন কাইল মেয়ার্স, ক্রিকফ্রেঞ্জি

আসরের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ছুঁড়ে দেয়া ১৯৮ রানের লক্ষ্য অতিক্রম করেছে বরিশাল। ম্যাচটি চার উইকেটে জিতেছে তারা। পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১২৪ রানে গুঁটিয়ে যায় দলটি।
১২৬ রান তাড়ায় ৫৭ বল হাতে রেখেই জিতল বরিশাল
৭ জানুয়ারি ২৫
সেই ম্যাচটি গত আসরের চ্যাম্পিয়ন দলটি হারে আট উইকেট এবং ৩০ বল বাকি রেখে। শাহীন শাহ আফ্রিদি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের এমন শোচনীয় পরাজয়ে অবাক হয়েছে দর্শকরাও! যদিও এই হারে হতাশ নন মেয়ার্স।
দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগের দিন গণমাধ্যমে তিনি বলেন, 'নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।'

'মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।'
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন মেয়ার্স। গত বিপিএলের তুলনায় এবারের আসরে উইকেট আরও ভালো বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে সিলেটেও ভালো উইকেটের প্রত্যাশা তার।
তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।'