promotional_ad

লিটন রান করলেই আমরা এগিয়ে থাকব: থিসারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন থিসারা পেরেরা, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ কয়েকটি আসরের প্রায় নিয়মিতই খেলেছেন থিসারা পেরেরা। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

promotional_ad

থিসারা জানিয়েছেন লিটন অবশ্যই দলটির গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আসন্ন বিপিএলে দলটির অ্যাঙ্করের ভূমিকায় দেখা যাবে তাকে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে লিটনকে সমর্থন দেয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। ব্যাটিং-বোলিং মিলিয়ে দলের ভারসাম্য নিয়ে খুশি থিসারা।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকব। আমরা সবাইকেই সমর্থন দেয়ার চেষ্টা করব। বিশেষ করে লিটনকে, সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেইল করতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেয়া হয়েছে।'


বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে থিসারার। জাতীয় দলের হয়েও বাংলাদেশে এসেছেন অনেকবার। তাই এখানে কীভাবে খেলতে হবে সেটা নিয়ে কোনো সংশয় নেই তার। দলে কে অধিনায়ক, কে সিনিয়র বা কে জুনিয়র এ নিয়ে বিভেদ তৈরি করতে চান না তিনি।


এমন স্পষ্ট বার্তা দিয়ে থিসারা বলেছেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয় সেটা আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল। প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র প্লেয়ার, কে জুনিয়র প্লেয়ার। আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নেই। এটা শুধুই একটা লেভেল। অধিনায়ক কে বা কে সিনিয়র ক্রিকেটার, এটা নিয়ে আমরা ভাবছি না।'


promotional_ad

নিজের বিপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে থিসারা বলেছেন, 'আমি শেষ বেশ কয়েকটি বিপিএলে খেলেছি। স্থানীয় ক্রিকেটারদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। তাই আমি জানি তাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়েবং সেরাটা বের করে আনতে হয়। এই দলে আন্তর্জাতিক ক্রিকেটাররা কিছুটা অপরিচিত, হয়ত ওরা ওদের জাতীয় দলের হয়ে খেলে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে থাকে। এজন্যই আমরা তাদের নিয়েছি। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমরা সেরাদেরই বেছে নিয়েছি।'


ঢাকা ক্যাপিটালসে দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমানদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে জনসন চার্লস, স্টিফেন এস্কেনজাই, শাহনাওয়াজ দাহানির মতো ক্রিকেটার খেলবেন দলটিতে। দলটির মালিকানায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান গ্রুপ। 


ঢাকা ক্যাপিটালস স্কোয়াড


সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, স্টিফেন এস্কেনজাই, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকেনজাই, চতুরঙ্গ ডি সিলভা, জহুর খান, রিয়াজ হাসান, শাহনাওয়াজ দাহানি, জেপি কোৎজে, সুবাশ রঞ্জন।


ড্রাফট থেকে:  লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball